ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গত সপ্তাহে ব্লক মার্কেটে ৬৪ কোটি টাকার লেনদেন

প্রকাশিত: ০৬:৪১, ১৭ জানুয়ারি ২০১৬

গত সপ্তাহে ব্লক মার্কেটে ৬৪ কোটি টাকার লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৬ কোম্পানি এবং একটি মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। আলোচিত সময়ে এসব কোম্পানি ও ফান্ডের মোট ১ কোটি ৩৪ হাজার ৯৫০টি শেয়ার ও ইউনিট ৫১ বার লেনদেন হয়। যার বাজার দর ৬৪ কোটি ৪৫ লাখ ২ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া যায়। গত সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে লেনদেন হওয়া কোম্পানি এবং ফান্ড হলো : এ্যাপেক্স ফুটওয়্যার, এ্যাপোলো ইস্পাত, আর্গন ডেনিমস, বার্জার পেইন্টস, বাটা সু, ব্র্যাক ব্যাংক, এমারেল্ড অয়েল, ফার কেমিক্যাল, গ্রামীণফোন, হাইডেলবার্গ সিমেন্ট, ইসলামী ব্যাংক, অলিম্পিক, প্রাইম ব্যাংক, রেনেটা, স্কয়ার ফার্মা, তিতাস গ্যাস এবং এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। আলোচিত সময়ে এ্যাপেক্স ফুটওয়ারের ২৭ হাজার ৫শ’ শেয়ার ২ বার লেনদেন হয়। যার বাজার দর ৯৩ লাখ ৮৭ হাজার টাকা। এ্যাপোলো ইস্পাতের ২ লাখ শেয়ার ১ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ৪২ লাখ টাকা। আর্গন ডেনিমসের ১ লাখ ১২ হাজার শেয়ার ১ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ৩৪ কোটি ৫ লাখ টাকা। বার্জার পেইন্টসের ৯ হাজার ২শ’ শেয়ার ১ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ১ কোটি ৭২ লাখ ৯৬ হাজার টাকা। বাটা স্যুয়ের ১৫ হাজার শেয়ার ১ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ১ কোটি ৯৭ লাখ ২৫ হাজার টাকা। ব্র্যাক ব্যাংকের ৫ লাখ শেয়ার ১ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ২ কোটি ৩৫ লাখ টাকা। এমারেল্ড অয়েলের ১৮ লাখ ২৫ হাজার ৫শ’ শেয়ার ১৯ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ১২ কোটি ৯৭ লাখ ৫৩ হাজার টাকা। ফার কেমিক্যালের ৫৫ লাখ ১ হাজার ২৫০টি শেয়ার ২ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ১৫ কোটি ১৮ লাখ ৩৪ হাজার টাকা। গ্রামীণফোনের ২ লাখ ৫০ হাজার শেয়ার ৬ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ৬ কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকা। হাইডেলবার্গ সিমেন্টের ৬ হাজার ৫শ’ শেয়ার ১ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ৩৬ লাখ ৪০ হাজার টাকা। ইসলামী ব্যাংকের ১ লাখ ৫০ হাজার শেয়ার ২ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ৪১ লাখ ২৫ হাজার টাকা। অলিম্পিকের ২ লাখ ৫৩ হাজার শেয়ার ৩ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ৬ কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকা। প্রাইম ব্যাংকের ১ লাখ শেয়ার ১ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ১৮ লাখ টাকা। রেনেটার ৩ হাজার শেয়ার ১ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ৩৭ লাখ ৮০ হাজার টাকা। স্কয়ার ফার্মার ৫ লাখ ৪২ হাজার শেয়ার ৭ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ১৩ কোটি ৯৮ লাখ ২৭ হাজার টাকা। তিতাস গ্যাসের ৪০ হাজার শেয়ার ১ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ১৯ লাখ ৮০ হাজার টাকা এবং মার্কেন্টাইল ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫ লাখ ইউনিট ১ বার লেনদেন হয়। যার বাজার মূল্য দাঁড়ায় ২৯ লাখ ৫০ হাজার টাকা।
×