ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাপ্তাহিক বাজার পর্যালোচনা

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ১৫.৮৮ শতাংশ

প্রকাশিত: ০৬:৪১, ১৭ জানুয়ারি ২০১৬

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ১৫.৮৮ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে পুঁজিবাজারে ছোট- মাঝারি মূলধনের কোম্পানির লেনদেন বেশি হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের সঙ্গে সূচকও বেড়েছে। আলোচিত সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৫ দশমিক ৮৮ শতাংশ। কয়েক মাস পরে প্রধান বাজার ঢাকা স্টক একচেঞ্জের গড় লেনদেন ৬শ’ কোটি টাকা ছাড়িয়েছে। জানা গেছে, আগের সপ্তাহের চেয়ে ডিএসইতে শেয়ার লেনদেন বেড়েছে ৪৩০ কোটি ৯৪ লাখ টাকার। আলোচিত সপ্তাহে ডিএসইতে শেয়ার লেনদেন হয়েছে ৩ হাজার ১৪৪ কোটি ৯০ লাখ টাকার। আর আগের সপ্তাহে শেয়ার লেনদেন হয়েছিল ২ হাজার ৭১৩ কোটি ৯৬ লাখ টাকার। গত সপ্তাহের গড় লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৬২৯ কোটি টাকা, যা আগের সপ্তাহে ছিল ৫২৪ কোটি টাকা। বিনিয়োগকারীদের কাছে সপ্তাহের উল্লেখযোগ্য খবরগুলোর মধ্যে ২০১৫ সালের প্রথম ১১ মাসে দেশের প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ প্রবাহে ২১ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি, অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) ইউরোপীয় ইউনিয়ন থেকে দেশের রফতানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৩৪ শতাংশ বৃদ্ধি, কেন্দ্রীয় ব্যাংক ঘোষিত দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ছিল অন্যতম। এদিকে গত সপ্তাহেই বাংলাদেশে অনুমিত ৬ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধিকে চলতি বছরের জন্য তালিকার ৯৩টি দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বলে প্রতিবেদন প্রকাশ করেছে ব্লুমবার্গ। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যমটির তালিকা থেকে এ বছর সর্বোচ্চ প্রবৃদ্ধি আশা করা হচ্ছে ভারতে, ৭ দশমিক ৪ শতাংশ। এর পরপরই যৌথভাবে বাংলাদেশ ও ভিয়েতনামের অবস্থান। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক ব্যক্তি খাতের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কিছুটা কমিয়ে ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। বিশ্লেষকরা বলছেন, ২০১৫-১৬ অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য ঘোষিত মুদ্রানীতি ব্যক্তি খাতের ঋণের চাহিদার সঙ্গে সঙ্গতিপূর্ণ। ব্যাংক ঋণের সুদের হার কমিয়ে আনতে বাংলাদেশ ব্যাংকের এ অবস্থান সহায়ক হবে বলেও আশা প্রকাশ করছেন তারা। দেশের শেয়ারবাজারে গেল সপ্তাহে একটি কোম্পানি ও একটি মিউচুয়াল ফান্ডের লেনদেন চালু হয়। প্রাথমিক শেয়ারের বাজারে সাম্প্রতিক প্রবণতার সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা গেছে। রবিবার কেনাবেচা শুরু হয় অভিহিত মূল্যে বাজারে আসা কোম্পানি আইটি কনসালট্যান্টস (আইটিসি) লিমিটেডের। সর্বশেষ অনিরীক্ষিত প্রতিবেদনে লোকসান এড়াতে না পারলেও বৃহস্পতিবার স্বল্প মূলধনী কোম্পানিটির শেয়ার দর ৬৪ টাকায় উন্নীত হয়। এছাড়া বৃহস্পতিবার লেনদেনের প্রথম কার্যদিবসে সর্বশেষ ১৪ টাকা ৯০ পয়সায় হাতবদল হয় নতুন মিউচুয়াল ফান্ড এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ইউনিট। সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮৮ দশমিক ৫৬ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ৪ দশমিক ৪৬ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৬ দশমিক ৪৮ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে দশমিক ৫০ শতাংশ। এদিকে ডিএসইর সার্বিক সূচক বা ডিএসইএক্স সূচক বেড়েছে দশমিক ৪০ শতাংশ বা ১৮ দশমিক ৮৭ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএস৩০ সূচক কমেছে দশমিক ৫৭ শতাংশ বা ১০ দশমিক ১৮ পয়েন্ট। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে দশমিক ৭১ শতাংশ বা ৭ দশমিক ৯৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯৭টি কোম্পানির। আর দর কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির। আর লেনদেন হয়নি ৪টি কোম্পানির শেয়ার। ডিএসইর সাপ্তাহিক লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ইউনাইটেড পাওয়ার, বিডি থাই, এমারেল্ড ওয়েল, আইটিসি, সিটি ব্যাংক, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো, ফার কেমিক্যাল, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম ও খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : ইউনাইটেড ইন্স্যুরেন্স, ঢাকা ডাইং, অলটেক্স ইন্ড্রাস্টিজ, তুং হাই নিটিং, তাকাফুল ইন্স্যুরেন্স, তাল্লু স্পিনিং, ফারইস্ট নিটিং, ডেল্টা স্পিনার্স, ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স লিমিটেড ও পূরবী জেনারেল ইন্স্যুরেন্স।
×