ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আইএস জঙ্গী হত্যা

নেদারল্যান্ডসে সাবেক সেনা গ্রেফতার

প্রকাশিত: ০৬:৪০, ১৭ জানুয়ারি ২০১৬

নেদারল্যান্ডসে সাবেক সেনা গ্রেফতার

সিরিয়ায় কুর্দি বেসামরিক বাহিনীর পাশাপাশি লড়াই করে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গীদের হত্যা করেছে সন্দেহে নেদারল্যান্ডসের একজন সাবেক সেনাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর ৪৭ বছর বয়সী ওই সেনাকে মুক্তি দেয়া হলেও সিরিয়ায় ফেরা রুখতে তার পাসপোর্ট জব্দ করা হয়েছে। খবর বিবিসির। সরকারী আইনজীবীরা জানিয়েছেন, নেদারল্যান্ডসের আইন বিশেষ পরিস্থিতি ছাড়া শক্তি প্রয়োগ অনুমোদন করে না। এক বিবৃতিতে তারা বলেছেন, আইএসের একজন যোদ্ধাকে হত্যা করা তাই খুনের অভিযোগে বিচারযোগ্য হতে পারে। নেদারল্যান্ডস আইএসবিরোধী আন্তর্জাতিক জোটের অংশ হলেও আইনজীবীরা বলছেন, যে সব ডাচ নাগরিক নিজ দায়িত্বে আইএসের সঙ্গে লড়াই করতে সিরিয়া গেছেন তাদের সঙ্গে ইরাকী ও কুর্দি বাহিনীকে প্রশিক্ষণ দেয়া ডাচ সেনাদের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। ডাচ সামরিক বাহিনীর উপস্থিতি বৈধ এবং তারা ইরাকী সরকারের অনুরোধে সেখানে অবস্থান নিয়েছেন। নেদারল্যান্ডসের ব্যক্তিগত গোপনীয়তা আইনের ধারা অনুযায়ী ওই ডাচ নাগরিকের নাম প্রকাশ করা হয়নি এবং কবে তিনি সামরিক বাহিনী ছেড়েছেন সে বিষয়টিও পরিষ্কার হওয়া যায়নি। শিয়ালকোটে জাইশ-ই- মোহাম্মদ পরিচালিত মাদ্রাসা ও মসজিদ সিলগালা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিয়ালকোটে বৃহস্পতিবার জাইশ-ই- মোহাম্মদ পরিচালিত একটি মাদ্রাসা ও মসজিদ সিলগালা করে দিয়েছে দেশটির সন্ত্রাসবিরোধী বিভাগ (সিটিডি)। মান্দেকি গোরাইয়া এলাকার এ মাদ্রাসা বন্ধের সময় সেখান থেকে ১৪ জনকে আটকও করা হয়েছে। জাইশ-ই- মোহাম্মদ হচ্ছে পাকিস্তানের একটি নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠী। খবর এএফপি ও ডেকান ক্রনিল অনলাইনের। প্রাদেশিক আইনমন্ত্রী রানা সুলতানুল্লাহ জানান, জাইশ-ই- মোহাম্মদ পরিচালিত একটি মাদ্রাসায় বৃহস্পতিবার তল্লাশি চালিয়ে তা সিলগালা করে দেয়া হয়। অপরটি বন্ধছিল, সেটিও সিলগালা করে দেয়া হয়। সিটিডি ও পুলিশের একটি দল জামিয়া মসজিদ ও মাদ্রাসা আন-নুরে অভিযান চালায় এবং সেখান থেকে জাইশ-ই মোহাম্মদের ১৪ কর্মীকে আটক করা হয়েছে, তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। অভিযানের সময় সেখান থেকে বেশকিছু রেকর্ড ও প্রকাশনা জব্দ করা হয়। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। জয়ী সাই তাইওয়ানে শনিবার প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিরোধী ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রার্থী সাই ইং-ওয়েন নিরঙ্কুশ জয় পেয়েছেন। সাই হতে যাচ্ছেন তাইওয়ানের প্রথম নারী প্রেসিডেন্ট এবং এটা স্বাধীনতাপন্থীদের জয়। কিন্তু এতে করে চীনের সঙ্গে দেশটির সম্পর্ক ঝুঁকির মুখে পড়বে। নিউ তাইপে সিটির একটি কেন্দ্রে শনিবার ভোট দেন সাই -এএফপি
×