ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাঠানকোটে হামলাকারী জঙ্গীদের পাকিস্তান অস্ত্রসজ্জিত করেছে

যুক্তরাষ্ট্রের সাহায্য চাইবে ভারত

প্রকাশিত: ০৬:৩৭, ১৭ জানুয়ারি ২০১৬

যুক্তরাষ্ট্রের সাহায্য চাইবে ভারত

ভারতীয় বিমান বাহিনীর (্আইএএফ) পাঠানকোট ঘাঁটিতে হামলাকারী ছয় জঙ্গীর ব্যবহৃত দুরবিনগুলো যুক্তরাষ্ট্রের তৈরি এবং সেগুলোতে মার্কিন সেনাবাহিনীর প্রতীকের ছাপ ছিল। এতে আভাস পাওয়া যায় যে, জাইশ-ই-মুহাম্মদ হয় সেগুলো আফগানিস্তানের মার্কিন সেনাবাহিনীর কোন ঘাঁটি থেকে চুরি করেছিল, নয়ত সেগুলো পাকিস্তানী সেনাবাহিনীর কাছ থেকে নেয়া হয়েছিল। এ সেনাবাহিনীও যুক্তরাষ্ট্র থেকে সামরিক সরঞ্জাম সংগ্রহ করে থাকে। খবর টাইমস অব ইন্ডিয়া অনলাইনের। ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) এখন এসব দুরবিনের ওপর লেখা সিরিয়াল নম্বরের ভিত্তিতে সেগুলো সম্পর্কে তথ্য চাইতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করবে। সেগুলো কখন কোথা থেকে চুরি করা হয়েছিল, সে সম্পর্কে বিস্তারিত জানাই এর উদ্দেশ্য। বিভিন্ন সূত্রে বলা হয়, এনআইএ কাপড়চোপড়, জুতা ও অন্যান্য জিনিসসহ অনেক কিছুই পেয়েছে, যাতে পাকিস্তানের সঙ্গে জঙ্গীদের সম্পর্ক থাকার আভাস মেলে। পাঠানকোটে চালানো সন্ত্রাসী হামলা নিয়ে পাঞ্জাব রাজ্যের গুরুদাসপুর জেলার এসপি সালবিন্দর সিংকে পাঁচ দিন ধরে জোর জিজ্ঞাসাবাদের পর এনআইএ এ অফিসারের মিথ্যাচার নির্ণয় পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কারণ তার কথাবার্তায় অনেক সবিরোধিতা রয়েছে এবং তিনি কতগুলো বিষয়ে মিথ্যা বলছেন বলেও সংস্থাটি মনে করে। সরকারী সূত্রে বলা হয়, মিথ্যাচার নির্ণয় পরীক্ষা আদালত ও সালবিন্দর সিংয়ের সম্মতি নেয়ার পর আগামী সপ্তাহে চালানো হবে। শুক্রবার এসপি সালবিন্দর সিংকে তার পাচক মদন গোপাল এবং ওই রাতে তিনি যে দরগা দেখতে গিয়েছিলেন সেটির কেয়ারটেকার সোমরাজের মুখোমুখি করা হয়। সন্ত্রাসীরা ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারির মধ্যবর্তী রাতে আইএএফের পাঠানকোট ঘাঁটিতে অনুপ্রবেশের আগে সিংয়ের গাড়ি ছিনতাই করেছিল। বিভিন্ন সূত্রে বলা হয়, পরস্পরবিরোধী কথাবার্তার কারণে তাদের একে অপরের মুখোমুখি করার দরকার হয়। সিং প্রায়ই দরগায় যেতেন বলে পাঞ্জাব পুলিশকে জানান, কিন্তু সোমরাজ সন্ত্রাসীরা পাঠানকোট ঘাঁটিতে আকস্মিক হামলা চালানোর কয়েক ঘণ্টা আগে সিংকে প্রথমবারের মতো দেখেন বলে জানান।সিং বলেন, তিনি দরগা দেখতে যাওয়ার পর সন্ত্রাসীরা তাকে অপহরণ করেছিল এবং তার পরিচয় জানত না বলে তাকে ছেড়ে দিয়েছিল। ভারতীয় বাহিনীর এক পাল্টা অভিযানে ছয় সন্ত্রাসী নিহত হয়। এ অভিযান প্রায় তিন দিন চলে এবং এতেও সাত নিরাপত্তাকর্মী নিহত হয়। এরমধ্যে পাঠানকোট ঘাঁটিতে প্রায় ৮০ ঘণ্টার সন্ত্রাসী হামলার পর এনআইএ’র আটক করা একে-৪৭ রাইফেল ও রিভলবারগুলোয় সিরিয়াল নম্বর উদ্ধার করতে সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিকে অনুরোধ করা হয়েছে। সেগুলো কোন্ দেশ থেকে পাঠানো হয়েছিল তা স্থির করতে সংশ্লিষ্ট কোম্পানিকে সেসব নম্বর জানানোই এর উদ্দেশ্য। এনআইএ গত বছরের ২৭ জুলাই গুরুদাসপুর জেলার দিনানগরে চালানো সন্ত্রাসী হামলার বিস্তারিত দিক খতিয়ে দেখছে। এর আগে এ কেন্দ্রীয় সন্ত্রাস তদন্ত সংস্থার তদন্তকারীরা ওই হামলার সঙ্গে পাঠানকোট বিমানঘাঁটি হামলার সাদৃশ্য দেখতে পান। সেনা পোশাক পরা ভারি অস্ত্রসজ্জিত তিন জঙ্গী ২৭ জুলাই দিনানগরে এক চলন্ত বাসে গুলিবর্ষণ করে এবং একটি থানায় হামলা চালায়। এতে এক এসপিসহ আট ব্যক্তি নিহত হয়। এরপর জঙ্গীরা নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা যায়। তারা পাকিস্তান থেকে অনুপ্রবেশ করেছিল বলে মনে করা হয়। পাঞ্জাব পুলিশ এ ঘটনা নিয়ে তদন্ত করছে।
×