ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবার বরিশালে ওসির হামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আহত

প্রকাশিত: ০৬:০৬, ১৭ জানুয়ারি ২০১৬

এবার বরিশালে ওসির হামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আহত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ঢাকার পর এবার আগৈলঝাড়া থানার ওসি ও তার ড্রাইভারের দু’দফা হামলায় গুরুতর আহত হয়েছেন স্বেচ্ছাসেবক লীগের এক নেতা। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানার পিকআপ চালককে পুলিশ লাইনে ক্লোজ করা হলেও মূল হামলাকারী ওসি এখনও রয়েছেন বহাল তবিয়তে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। গৈলা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক ও সেরাল মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ বাদল সেরনিয়াবাত (৪৫) জানান, শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে তিনি কাঁঠালবাড়ি এলাকার সিরুর দোকানে বসেছিলেন। আগৈলঝাড়া থানার ওসি মনিরুল ইসলাম পিকআপ নিয়ে সংসদ সদস্য আলহাজ আবুল হাসানাত আবদুল্লাহর সঙ্গে সাক্ষাত করার জন্য ওই পথ দিয়ে তার সেরালস্থ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় সড়কের পাশে রাখা কাটা গাছে পিকআপ চলতে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার অভিযোগে ওসি গাছের মালিককে খুঁজতে থাকেন। তিনি (বাদল) ওসিকে জানান, সড়কের পাশে রাখা গাছের মালিক তিনি। একপর্যায়ে ওসি মনিরুল ইসলাম গাড়ি থেকে নেমে বাদলকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারধর করে গুরুতর আহত করেন। তাকে (বাদল) গ্রেফতারের হুমকি দেখিয়ে টেনেহিঁচড়ে পিকআপে তোলার চেষ্টা করেন। এ সময় উপস্থিত জনতা ওসির ওপর চড়াও হয়। অবস্থা বেগতিক দেখে ওসি দ্রুত পিকআপে উঠে স্থান ত্যাগ করেন। এলাকাবাসী আহতাবস্থায় তাকে উদ্ধার করে সাংসদের কাছে অভিযোগ দেয়ার জন্য তার বাড়িতে আসেন। বাড়িতে প্রবেশের সময় থানার পিকআপ চালক কনস্টেবল মোকলেচুর রহমান দ্বিতীয় দফায় বাদলের ওপর হামলা চালিয়ে আহত করে। পরবর্তীতে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় বাদলকে উদ্ধার করে গৌরনদী হাসপাতালে ভর্তি করেন। এদিকে বিষয়টি জেলা পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামানকে জানানোর পর তিনি তাৎক্ষণিক চালক মোকলেচুর রহমানকে পুলিশ লাইনে ক্লোজ করেন। ড্রাইভার ক্লোজের খবর শুনে শনিবার বিকেলে হাসপাতালের বেডে শষ্যাশয়ী আহত আ’লীগ নেতা বাদল সেরনিয়াবাত অভিযোগ করেন, তাকে প্রথম মারধর করলেন ওসি, আর ক্লোজ করা হলো ড্রাইভারকে। এ যেন “উদোর পি-ি বুধোর ঘারে”! এ ব্যাপারে গৌরনদী সার্কেলের সহকারী পুলিশ সুপার নাঈমুর রহমান বলেন, ক্লোজের খবর তিনি উর্ধতন কর্তৃপক্ষের মাধ্যমে শুনেছেন। ইতোমধ্যে কনস্টেবল মোকলেচুর রহমান পুলিশ লাইনে যোগদান করেছেন বলেও তিনি উল্লেখ করেন।
×