ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বি.বাড়িয়ায় তাণ্ডব

রেলে হামলাকারীরা ইসলামবিরোধী মানবতার শত্রু ॥ মুজিবুল হক

প্রকাশিত: ০৫:৫৯, ১৭ জানুয়ারি ২০১৬

রেলে হামলাকারীরা ইসলামবিরোধী মানবতার শত্রু ॥ মুজিবুল হক

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ রেলে হামলাকারীরা ইসলামবিরোধী, স্বাধীনতাবিরোধী ও মানবতার শত্রু বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক। শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় মৌলবাদী তা-বের ঘটনায় এখন পর্যন্ত ১২টি মামলা হয়েছে। তবে কোন আসামি গ্রেফতার হয়নি। মৌলবাদী তা-ব ও মাদ্রাসাছাত্র হত্যাকা- এবং মাদ্রাসায় ভাংচুরের ঘটনায় গঠিত তদন্ত কমিটি তাদের তদন্ত শেষ করেছে। ১৭ সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। গুরুত্বপূর্ণ তথ্যউপাত্ত পাওয়া গেছে। রিপোর্ট লেখার জন্য সময় চাওয়া হয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় তা-ব, হামলা-ভাংচুরের ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা সচেতন আলেম সমাজ। শনিবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িযা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেনÑ জাতীয় ওলামা সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব হাফেজ মাওলানা আতাউর রহমান আতিকী, জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা জাকির হোসেন, ওলামা লীগের সভাপতি মাওলানা মনিরুজ্জামান খান, জাতীয় ওলামা সমন্বয় পরিষদ জেলা সভাপতি ক্বারী আনিছুর রহমান, হাফেজ আনোয়ার শাহ, মাওলানা আব্দুল্লাহ, মুফতি নুরুল ইসলাম প্রমুখ। সংবাদ সম্মেলনে বক্তারা সস্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনা নিয়ে ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে ঘটে যাওয়া তা-বের নিন্দা জানান। ইসলাম যেখানে কোন ধরনের সন্ত্রাস ও মানবতাবিরোধিতাকে সমর্থন করে না সেখানে কারা ইসলামের লেবাসে অপকর্ম ঘটিয়েছে তা খুঁজে বের করে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। শুক্রবার জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসা কর্তৃপক্ষের সংবাদ সম্মেলনের বক্তব্যকে মিথ্যাচার বলে দাবি করেন তারা। ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদ, সাহিত্য একাডেমি, শিশু নাট্যম, তিতাস ললিতকলাসহ ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান পরিদর্শনকালে বলেন, মুক্তবুদ্ধিচর্চা বিকাশে শত্রুরা এ হামলা চালিয়েছে। তাদের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে রুখতে হবে। তিনি ক্ষতিগ্রস্ত সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন পরিদর্শন করে নগদ এক লাখ টাকা অনুদান দেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিমান কুমার সাহা শনিবার সকালে ক্ষতিগ্রস্ত জেলা সদর হাসপাতাল পরিদর্শন করেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসা, মসজিদে হামলা, ভাংচুর, বিস্ফোরক ও ছাত্রের হত্যার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার গভীর রাতে জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি সামসুল হক বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ৪-৫শ’ জনকে আসামি করা হয়েছে। পুলিশের একটি সূত্র জানায়, সহিংস ঘটনায় অন্য মামলাগুলোর মতোই অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মঈনুর রহমান জানান, মামলার এজাহারে বলা হয়েছে, সোমবার সংঘর্ষের ঘটনায় হাফেজ মোঃ মাসুদুর রহমান (২০) নামে ওই মাদ্রাসার ছাত্র আহত হয়। পরে জেলা সদর হাসপাতালে নিয়ে এলে ভোরে তার মৃত্যু হয়। ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত পুলিশ সুপার এমএ মাসুদ বলেন, একটি হত্যা মামলা হয়েছে। আসামি সবাই অজ্ঞাত। এখন তদন্ত চলবে। ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করা হবে- রেলমন্ত্রী ॥ রেলে হামলাকারীরা ইসলামবিরোধী, স্বাধীনতাবিরোধী ও মানবতার শত্রু বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক। শনিবার বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন পরিদর্শনে এসে এ মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, উন্নয়ন ব্যাহত করতে স্বাধীনতাবিরোধী চক্রটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে হামলা চালিয়ে আড়াই কোটি টাকারও বেশি সম্পদের ক্ষতি করেছে। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে তাণ্ডবের ঘটনায় মামলা হয়েছে, তদন্ত কমিটি হয়েছে। যারা এসব তাণ্ডবলীলা চালিয়েছে তাদের ভিডিও ফুটেজের মাধ্যমে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সেদিনের তাণ্ডবে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের যে ক্ষতি হয়েছে তা শতভাগ পূরণের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হবে। রেলস্টেশন পরিদর্শনের সময় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ডেপুটি রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) আরিফুজ্জামান, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিএম) সরদার শাহাদত আলী, পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) মকবুল আহমেদ, রেলওয়ে নিরাপত্তাবাহিনীর (আরএনবি) চীফ কমান্ড্যান্ট আমিনুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
×