ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করুন ॥ আইনমন্ত্রী

প্রকাশিত: ০৮:৪৯, ১৬ জানুয়ারি ২০১৬

সততা ও নিষ্ঠার  সঙ্গে দায়িত্ব  পালন করুন ॥ আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ সততা, নিষ্ঠা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে জনগনের সেবা নিশ্চিত করতে নিবন্ধন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক। শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এ আহ্বান জানান। আইনমন্ত্রী বলেন, রেজিস্ট্রেশন বিভাগ জনসাধারণকে প্রত্যক্ষভাবে সেবা প্রদান করে। পাশাপাশি এই বিভাগের মাধ্যমে সরকারের উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আয় হয়। আইনমন্ত্রী বলেন, গত দুই বছরে রেজিস্ট্রেশন আইনসহ এর সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন আইনের সংস্কার, সৃজন ও বাস্তবায়ন করা হয়েছে। বিভিন্ন বিধিমালাসহ হালনাগাদ রেজিস্ট্রেশন ম্যানুয়াল-২০১৪ প্রণয়ন ও প্রকাশ করা হয়েছে। এবারই প্রথম বারের মতো ইংরেজীর পাশাপাশি বাংলায় রেজিস্ট্রেশন ম্যানুয়াল প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, রেজিস্ট্রেশন পরিদফতর হচ্ছে নার্ভ সেন্টার অব দ্যা কান্ট্রি। এখানে কোন সমস্যা হলে মামলা জট বাড়বে। এজন্য আপনাদের প্রশিক্ষণ প্রদান করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মোঃ শহীদুল হক, আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক, রেজিস্ট্রেশন বিভাগের মহাপরিদর্শক খান মোঃ আব্দুল মান্নান, রেজিস্ট্রেশন সার্ভিস এ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবু তালিব খান, মহাসচিব মোঃ মাহফুজুর রহমান খান প্রমূখ বক্তব্য রাখেন।
×