ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর খুনীকে দেশে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের কাছে দাবি জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৮:১০, ১৬ জানুয়ারি ২০১৬

বঙ্গবন্ধুর খুনীকে দেশে  ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের কাছে দাবি জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউইয়র্ক থেকে এনা ॥ আমেরিকায় পলাতক বঙ্গবন্ধুর একজন খুনীকে দেশে ফিরিয়ে নিতে মার্কিন সরকারের কাছে দাবি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ ব্যাপারে আইনী জটিলতা দূর করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসও পাওয়া গেছে। আমেরিকা সফরে এসে গত ১৪ জানুয়ারি তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে এই দাবি জানান। পরে একই দিন সন্ধ্যায় নিউইয়র্কে এক আলোচনা সভায় এ তথ্য জানান তিনি। ‘১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি সেন্টারে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত এই আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, আমরা বঙ্গবন্ধুর খুনীদের দম্ভ দেখেছিলাম। কিন্তু বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই দম্ভ ভেঙ্গে দিয়েছেন। আর এটা শুধু শেখ হাসিনার পক্ষেই সম্ভব। পদ্মা সেতুর কথিত দুর্নীতির কথা উল্লেখ করে আসাদুজ্জামান কামাল বলেন, আমাদের দোষারোপ করা হয়েছিল যে আমরা নাকি পদ্মা সেতু নিয়ে চুরি করেছি। অথচ সমস্ত হিসাব-নিকাশ করে দেখা গেল সব ভুল। আজ সেই পদ্মা সেতু হচ্ছে। পদ্মা সেতুর সঙ্গে বাংলাদেশের চেহারাও পাল্টে যাচ্ছে। আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আজ আমাদের কোথাও হাত পাততে হয় না। যুক্তরাষ্ট্র জানতে চেয়েছিল আমরা কী চাই। কিন্তু আমরা তাদের বলেছি আমরা এখন নিজের পায়ে দাঁড়াতে শিখেছি। সন্ত্রাস দমনে আমরা সহযোগিতা চাই। মঈন উদ্দিন খান বাদল তার বক্তব্যে বলেন, বিএনপি নেত্রী শেখ হাসিনার রাজনৈতিক দক্ষতার কাছে পরাজিত হয়েছেন। তিনি রাজনীতিকে রাজনৈতিকভাবে মোকাবেলা না করে পেট্রোলবোমার সংস্কৃতি চালু করেছেন। তার ওই হত্যাযজ্ঞ সংস্কৃতিকে দেশ ও জাতি প্রত্যাখ্যান করেছে। জাসদের নেতা আরও বলেন, যুদ্ধাপরাধের বিচার পক্রিয়া নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন। আমরা অনেকের বিভিন্ন হুঙ্কার শুনেছি। অনেক দেশের নেতা ও সরকারপ্রধান ফোন করেছেন শেখ হাসিনাকে। বান কি মুনের ফোনকে প্রধানমন্ত্রী গুরুত্ব দেয়নি। আমি এখনও বলছি বাংলাদেশে শেখ হাসিনার মতো এত সাহসী লিডার আর খুঁজে পাওয়া যাবে না। যিরি কারও রক্তচক্ষুকে ভয় করে না বলেই আজকে বাংলাদেশ বিশ্ব দরবারে গ্রহণযোগ্য একটি মডেল দেশের রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জাসদ কার্যকরী সভাপতি মঈন উদ্দিন খান বাদল এমপি ও বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।
×