ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘মটোরোলা’ নামটিকে বিদায় নিচ্ছে

প্রকাশিত: ০৫:৫৬, ১৬ জানুয়ারি ২০১৬

‘মটোরোলা’ নামটিকে বিদায় নিচ্ছে

২০১৪ সালে ওয়েব জায়ান্ট গুগলের কাছ থেকে ‘মটোরোলা মোবিলিটি’ কিনে নিয়েছিল চায়নিজ প্রযুক্তিপণ্য নির্মাতা লেনোভো। এবার মটোরোলা আর নিজস্ব মোবাইল উৎপাদন ব্যবসা এক করে ‘মোটো বাই লেনোভো’ নামের নতুন ব্র্যান্ডের অধীনে মোবাইল উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। অর্থাৎ, চলতি বছরেই মোবাইল ফোনের বাজার থেকে বিদায় নিচ্ছে ‘মটোরোলা’, মোবাইলের কেসিংয়ে আর চোখে পড়বে না নামটি। লেনোভো নিজেদের উৎপাদিত উচ্চমূল্যের ডিভাইসগুলো ‘মোটো বাই লেনোভো’ ব্র্যান্ডের অংশ হিসেবে আর সাশ্রয়ী দামের ডিভাইসগুলো ‘ভাইব’ ব্র্যান্ডের অংশ হিসেবে বাজারজাত করবে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট। ‘আমরা ধীরে ধীরে মটোরোলা নামটি বাদ দিয়ে দেব এবং মোটো’র ওপর গুরুত্ব বাড়াব।’- লাস ভেগাসে চলতি সিইএস সম্মেলনে এই মন্তব্য করেন মটোরোলার সিওও রিক অস্টারলো। প্রযুক্তিপণ্যের জগতে আলাদা গুরুত্ব পায় ‘মটোরোলা’ নামটি। ওয়্যারলেস সংযোগ প্রযুক্তির অগ্রদূত বলে বিবেচনা করা হয়ে থাকে প্রতিষ্ঠানটিকে। বিশ্বের প্রথম সেল ফোনটিও বাজারে এসেছিল মটোরোলার হাত ধরে। একটা সময়ে ক্রেতাদের হাতে হাতে দেখা যেত মটোরোলার ‘রেজর ফ্লিপ ফোন’। সময় পাল্টেছে, আগের জৌলুস হারিয়েছে মটোরোলা। ২০১২ সালে মটোরোলার মোবাইল ব্যবসা কিনে নেয় ওয়েব জায়ান্ট গুগল। বলা হয়ে থাকে, মটোরোলার মালিকানায় থাকা বিপুল সংখ্যক মোবাইল সংযোগ প্রযুক্তিবিষয়ক পেটেন্টের কারণেই মটোরোলা কিনেছিল গুগল। পেটেন্টগুলো নিজস্ব মালিকানায় রেখে দুই বছর পরে আবার মটোরোলা মোবাইল উৎপাদন ব্যবসা লেনোভোর কাছে বিক্রি করে দেয় মার্কিন ওই ওয়েব জায়ান্ট। আইটি ডটকম ডেস্ক
×