ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভার্চুয়াল রিয়ালিটি নিয়ে নতুন বিভাগ গুগলের

প্রকাশিত: ০৫:৫৫, ১৬ জানুয়ারি ২০১৬

ভার্চুয়াল রিয়ালিটি নিয়ে নতুন বিভাগ গুগলের

ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) নিয়ে কাজ করতে নতুন বিভাগ চালু করেছে ওয়েব জায়ান্ট গুগলের মূল প্রতিষ্ঠান এ্যালফাবেট ইনকর্পোরেটেড। প্রতিষ্ঠানটির পণ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান ক্লে বেভোরকে নতুন ভিআর কম্পিউটিং বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে। বেভোরের নতুন এই দায়িত্ব নেয়ার বিষয়টি গুগলের মুখপাত্র জশুয়া ক্রুজ নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত কোন তথ্য প্রকাশে রাজি হননি। বেভোরের টুইটারের প্রোফাইলের তথ্য অনুযায়ী, তিনি গুগলের ভিআর বিভাগের ভাইস- প্রেসিডেন্ট। আর তার লিংকডইন প্রোফাইল অনুযায়ী, পণ্য ব্যবস্থাপনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে বেভোর জিমেইল, গুগল ড্রাইভ আর গুগল ডকস-এর মতো গুগলের কিছু মূল এ্যাপের দায়িত্বে ছিলেন। বেভোরের আগের পদে এখন জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ডায়ান গ্রিনকে দায়িত্ব দেয়া হবে বলে জানিয়েছে রয়টার্স। এর আগে ভিআর খাতে ছোটখাটো কাজ করলেও, এবার সরাসরি ওই খাত নিয়ে মাঠে নামল গুগল। ভিআর-এ নিজেদের প্রযুক্তি ব্যবহার করে ৩৬০ ডিগ্রি ভিউ আনতে ইতোমধ্যে এ্যাকশন-ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান গোপ্রো-এর সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ২০১৫ সালের নবেম্বরে নিজেদের ভিডিও শেয়ারিং সেবা ইউটিউবে ভিআর ভিডিও দেখা যাবে বলে জানায় প্রতিষ্ঠানটি। এর আগে দর্শকরা একটি সেলফোন আর গুগল কার্ডবোর্ড ভিউয়ার ব্যবহার করে ভিআর ভিডিও দেখতে পারতেন। আইটি ডটকম ডেস্ক
×