ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইনস্টাইন ও হকিংয়ের থেকেও এগিয়ে কাশমেয়া

প্রকাশিত: ০৫:৫৫, ১৬ জানুয়ারি ২০১৬

আইনস্টাইন ও হকিংয়ের থেকেও  এগিয়ে কাশমেয়া

ভারতীয় বংশোদ্ভূত ১১ বছর বয়সী কাশমেয়া ওয়াহি। মেনসা নামে ব্রিটেনের একটি বিশ্বখ্যাত আইকিউ পরীক্ষায় সে সম্ভাব্য সর্বোচ্চ স্কোর ১৬২’র মধ্যে ১৬২ পেয়েছে। এর মধ্যদিয়ে ওয়াহি বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ও স্টিভেন হকিংয়ের ক্লাবে ঢুকে গেল। শুধু তাই নয়, উক্ত স্কোরপ্রাপ্তির ফলে সে ব্রিটেনের শীর্ষ মেধাবীদের শতকরা এক ভাগেও জায়গা করে নিয়েছে। পদার্থবিজ্ঞানী আইনস্টাইন ও হকিংয়ের আইকিউ স্কোর ১৬০ বলে মনে করা হয়। ভারতের মুম্বাইয়ে জন্ম নেয়া ওয়াহি এ দুজনকেও ছাড়িয়ে গেছে। লন্ডনের ডচ ব্যাংকে আইটি ম্যানেজমেন্ট কনসালটেন্ট হিসেবে কর্মরত বিকাশ ও পূজা ওয়াহির মেয়ে হচ্ছেন কাশমেয়া। বাবা-মাকে নিজের মেধার প্রমাণ দিতেই সে পরীক্ষা দিয়েছিল। সর্বোচ্চ স্কোর পেয়ে বেশ উচ্ছ্বসিত সে। উল্লেখ্য, মেনসা’কে বিশ্বের সবচেয়ে বৃহত্তম ও পুরাতন আইকিউ সোসাইটি হিসেবে বিবেচনা করা হয়। সবচেয়ে বেশি আইকিউ স্কোরধারী মানুষের শতকরা ২ ভাগে থাকা যে কেউ এর সদস্য হতে পারে। ঝিলিমিলি ডেস্ক
×