ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কবিতা

প্রকাশিত: ০৫:৫৪, ১৬ জানুয়ারি ২০১৬

কবিতা

ভূমিকম্প রবিউল হুসাইন রাতের বেলা ঘুমিয়ে আছি শীতের লেপে মুড়ে স্বপ্ন দেখি উড়ছি আমি আকাশ সীমা ছেড়ে ঘুমের ভেতর কত পাখি উড়ছে নিখিল জুড়ে রঙিন ডানার রঙের আলোয় ঝরছে বাতাস ফুঁড়ে এমন সময় কী যে হল দালান কেন কাঁপে টেবিল চেয়ার হেলে দুলে খাটের উপর চাপে ভয়ে আমি দিশেহারা কী যে করি হায় হঠাৎ দেখি থেমে গেল আর চিন্তা নাই চারিদিকে হৈ চৈ কান্নাকাটির শব্দ শুনি ভোর সকালে কী যে বিপদ আর কখনও হয়নি জানি তবু না থামে হৃদকম্প হয় যদি ফের ভূমিকম্প!
×