ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:৪৭, ১৬ জানুয়ারি ২০১৬

টুকরো খবর

ডাকাতি স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ বিশ্বনাথে যুবলীগ সম্পাদক রাসেল আহমদের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। শুক্রবার ভোর ৩টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাড়িতে ডাকাতির এ ঘটনাটি ঘটে। ডাকাতদল কলাপসিপল গেইট ও দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে ১৫Ñ১৬ জনের ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২৫ হাজার টাকা, ২৫ ভরি স্বর্নালঙ্কার, ৫টি মোবাইল ফোনসহ প্রায় ১১ লাখ টাকার মালপত্র লুটে নেয়। ইবি ছাত্রের মৃত্যু ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র মিলন মোল্লা নারিকেল গাছ থেকে পড়ে মৃত্যুবরণ করেছে বলে জানা গেছে। মিলনের বন্ধু মোঃ সাইফুল ইসলাম জানান, গত ২৭ ডিসেম্বর মিলন নারিকেল গাছ থেকে পড়ে গিয়ে তার মেরুদ-ের হাড় ভেঙে যায়। তাকে ঢাকা অর্থ্রোপেডিকস হাসপাতালে নেয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাকে নর্দান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা বিভাগে (আইসিইউ) রাখা হয়। শুক্রবার বেলা তিনটার দিকে সেখানে তার মৃত্যু হয়। দোকানি জখম স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মাদক সেবনে বাধা দেয়ায় ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরসহ দু’দোকানিকে জখম করা হয়েছে। শুক্রবার দুপুরে সিরাজদিখান উপজেলার মধ্যরাজানগরের আমিনুল ওয়ার্কসপে এই হামলা হয়। আহত আমিনুল ইসলাম (৩৫) ও মোঃ ইসমাইল (২৫) স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসমাইল জানান, ইকবাল ও জাফরসহ কয়েক যুবক তাদের ব্যবসা প্রতিষ্ঠানের সামনেই কয়েকদিন ধরে মাদক সেবনসহ আড্ডা জমাচ্ছিল। এতে বাধা দেয়ায় দলবল নিয়ে আকস্মিক হামলা চালায়। সাতক্ষীরায় ডাকাতি স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ শহরে শেখ হাছানুজ্জামান নামে এনজিও কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। সশস্ত্র ডাকতদল ওই এনজিও কর্মকর্তার মাকে মারধর করে অস্ত্রের মুখে মেয়ে ও কাজের মেয়েকে জিম্মি করে নগদ ২৫ হাজার টাকা, পাঁচ লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার, কয়েকটি জমির দলিল, দামী মোবাইল ফোন, ক্যামেরাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে সাতক্ষীরা শহরের টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের পিছনের এই বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটে। স্কুলের শতবর্ষপূর্তি স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে ঐতিহ্যবাহী, চিরুলিয়া স্কুল এ্যান্ড কলেজের শতবষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে তিনদিনব্যাপী শুক্রবার অনুষ্ঠানমালা শুরু হয়েছে। স্বর্ণালি শতবর্ষ উদ্যাপন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধনীপর্বে প্রধান অতিথি ছিলেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরিফ খান জয়। ম্যানেজিং কমিটির সভাপতি ফিরোজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, ডাঃ মোজাম্মেল হোসেন এমপি, শেখ কামরুজ্জামান টুকু, মেয়র খান হাবিবুর রহমান প্রমুখ। দু শ’ ২৫ বছরের মেলা স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দুই শ’ পঁচিশ বছরের ঐতিহ্যবাহী আগৈলঝাড়া উপজেলার রামানন্দের আঁক গ্রামের মারবেলমেলা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। দিনভরের এ মেলায় আগৈলঝাড়াসহ পার্শ্ববর্তী উপজেলার কয়েক হাজার নারী-পুরুষ মারবেল খেলায় অংশগ্রহণ করেন। উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায় জানান, রামানন্দের আঁক গ্রামে প্রায় দুই শ’ পঁচিশ বছর পূর্বে সোনাই চাঁদ নামের এক কন্যাশিশুর ছয় বছর বয়সে বিয়ে হয়। মুন্সীগঞ্জে নদীতে মৃতদেহ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ থেকে জানান, মিরকাদিম পৌরসভার কমলাঘাটের কাছে ইছামতি-ধলেশ্বরী নদীর মোহনা থেকে অজ্ঞাত এক হিজড়ার (২৫) মরদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বাল্যবিয়ে মুক্ত উপজেলা খানসামা স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ খানসামা উপজেলাকে জেলার সর্বপ্রথম বাল্য বিবাহমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি। বৃহস্পতিবার বিকেলে খানসামা উপজেলা পরিষদ চত্বরে জেলা তথ্য অফিস, খানসামা উপজেলা প্রশাসন ও প্লান ইন্টারন্যাশনালের উদ্যোগে আয়োজিত সমাবেশে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি তার নির্বাচনী এলাকা খানসামা উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত উপজেলা ঘোষণা করেন। নিখোঁজ তিন দিন নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ১৫ জানুয়ারি ॥ হাটহাজারী উপজেলা পৌর সদরের আবাসিক এলাকা থেকে বুধবার সন্ধ্যায় অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যাওয়া শোয়েব আক্তার আপনকে তিন দিন পরও উদ্ধার করতে পারেনি পুলিশ। অপহৃত আপন স্থানীয় পার্বতী উচ্চবিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র। তাকে মুক্তি এবং অপহরণকারীদের গ্রেফতারের দাবিতে উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং স্থানীয় সর্বস্তরের জনগণ মানববন্ধন করে আসছে। ৬ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৫ জানুয়ারি ॥ বোরহানউদ্দিন উপজেলার মোল্লারহাট বাজারে শুক্রবার ভোর ৪টার দিকে ভয়াবহ অগ্নিকা-ে ৬টি ব্যবসায়িক প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকা-ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কারেন্ট জাল জব্দ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সদর উপজেলার হাতিমারা থেকে ৭৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও বিপুল পরিমাণ জালের সুতা জব্দ হয়েছে। বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত ও র‌্যাব-১১ এন এ ইন্ডাস্ট্রিজে অভিযান চালিয়ে এগুলো জব্দ করে। আটক করা হয় কারখানাটির ব্যবস্থাপক জাকির হোসেনকে। চালক-হেলপারের গলা কেটে চাল লুট স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ গজারিয়া উপজেলার বাউশিয়ায় শুক্রবার সকালে ট্রাকচালক রবিউল ইসলামের (৩৫) জবাই করা লাশ পাওয়া গেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই স্থান থেকে গলা কাটা অবস্থায় জীবিত উদ্ধার করা হেলপার আশরাফুল বাবুকে (২২) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, আশুলিয়া থেকে চালভর্তি ট্রাকটিকে বৃহস্পতিবার রাত ৩টার দিকে ছিনতাই করে ডাকাতরা। এরপর ট্রাকের চালক ও হেলপারকে জবাই করে ৩৮১ বস্তা চাল লুট করে নেয়। খালি ট্রাকসহ চালক ও হেলপারের রক্তাক্ত দেহ উক্ত স্থানে ফেলে পালিয়ে যায়। ‘উন্নয়ন ভাবনা ও জনপ্রশাসনে নিয়োগ’ শীর্ষক সভা বৃহস্পতিবার বাংলাদেশ সরকারী কর্মকমিশনের উদ্যোগে কমিশন ভবনে ‘উন্নয়ন ভাবনা ও জনপ্রশাসনে নিয়োগ’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভায় জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী বেগম ইসমাত আরা সাদেক, এমপি ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত কর্মকমিশনের চেয়ারম্যান ইকরাম আহমেদ। এ সভায় সংসদীয় কমিটি সদস্যবৃন্দ এবং মোহাম্মদ শফিউল আরম, মন্ত্রিপরিষদ সচিব; কমিশনের সদস্যবৃন্দ, কমিশন সচিবালয়ের সচিব ও অতিরিক্ত সচিব সভায় উপস্থিত ছিলেন। Ñবিজ্ঞপ্তি যুব সমাবেশ নিজস্ব সংবাদদাতা, ভালুকা ময়মনসিংহ ১৫ জানুয়ারি ॥ শুক্রবার বিকেলে ভালুকা উপজেলার বিরুনীয়া মধ্যবাজারে যুবলীগের উদ্যোগে এক যুব সমাবেশ হয়েছে। ইউনিয়ন যুবলীগের সভাপতি মাইদুল ইসলাম শেখের সভাপতিত্বে যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অধ্যাপক ডাঃ এম আমান উল্লাহ এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফাহমি গোলন্দাজ বাবেল এমপি। ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা, মেয়র ডাঃ এ কে এম মেজবাহ উদ্দীন কাইয়ুম প্রমুখ। নাশকতা মামলা বগুড়ায় শপথ নিয়ে ফেরার পথে দুই কাউন্সিলর গ্রেফতার স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ায় ভাংচুর ও নাশকতার মামলায় দুই পৌর কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ। শপথ অনুষ্ঠান থেকে ফেরার পথে তারা গ্রেফতার হয়। এরা হলেনÑ বগুড়া পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর, জেলা বিএনপির সদস্য তৌহিদুর রহমান বিটু ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলর জাসাস নেতা দেলোয়ার হোসেন পশারী হিরু। বেলা ১১টায় শহরের শহীদ টিটু মিলনায়তনের বগুড়ার ও নওগাঁর নবনির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। সেখানে দুই কাউন্সিলর অংশ নিয়ে ফিরছিলেন। বগুড়া পৌর পার্ক সড়ক থেকে ডিবি পুলিশ তাদের গ্রেফতার করে। এ সময় কয়েকটি মামলার আসামি ৬নং ওয়ার্ড কাউন্সিলর পরিমল চন্দ্র দাস পুলিশের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়।
×