ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিউমোনিয়ায় ও ডায়রিয়ার প্রকোপ মাগুরায়

প্রকাশিত: ০৫:৪৬, ১৬ জানুয়ারি ২০১৬

নিউমোনিয়ায় ও ডায়রিয়ার প্রকোপ মাগুরায়

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১৫ জানুয়ারি ॥ শীতে শিশুদের মধ্যে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত আট দিনে তিন শতাধিক শিশু ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। ফলে হাসপাতালে ও ক্লিনিকে শিশুরোগীর সংখ্যা বাড়ছে। এদের মধ্যে ৭৫টি শিশুকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্ত শিশুদের বয়স ১ মাস থেকে ৫ বছর। মাগুরা সদর আধুনিক হাসপাতাল সূত্রে জানা যায়, শিশু ওয়ার্ডে মাত্র ১০টি বেড রয়েছে সেখানে শুক্রবার পর্যন্ত ভর্তি রয়েছে ৭৫টি শিশু। বেডের অভাবে অনেক শিশুকে মেঝেতে থাকতে হচ্ছে। অসুস্থ শিশুদের অবিভাবকদের বিভিন্ন ক্লিনিক ও শিশু বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বারে অসুস্থ শিশুদের নিতে দেখা যাচ্ছে ।
×