ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জামালপুরে ভিজিডির চাল কালোবাজারে

প্রকাশিত: ০৫:৪৫, ১৬ জানুয়ারি ২০১৬

জামালপুরে ভিজিডির  চাল কালোবাজারে

নিজস্ব সংবাদদাতা জামালপুর, ১৫ জানুয়ারি ॥ সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের ভিজিডির চাল কালোবাজারে বিক্রিসহ বস্তার সেলাই খোলা ও ওজনে কম দেয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় ও সুবিধাভোগীদের অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সরেজমিনে দেখা যায়, দফাদার নুর মোহাম্মদ ও চৌকিদার মনিরের সহযোগিতায় চাল বিতরণের দায়িত্বপ্রাপ্ত ইউপি মেম্বার হীরা সেখ ভিজিডির চাল জয়েন উদ্দিনের কাছে কালোবাজারে বিক্রি করছে। কালোবাজারে বিক্রি করা চালের বস্তা তড়িঘড়ি করে জয়েনের ছেলে সুমন ভ্যান যোগে নিয়ে যাচ্ছে। এ প্রতিবেদকের উপস্থিতি টের পেয়ে জয়েন ও তার ছেলে সুমন সাময়িক গা ঢাকা দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক সুবিধাভোগী অভিযোগ করে বলেন, টাকা দিয়ে কার্ড করেছি, প্রতিমাসে সমিতিতে চাঁদা দিচ্ছি তারপরও চালের বস্তার সেলাই খোলা ও চাল কম দিচ্ছে। কয়েকটি বস্তার অফিসিয়াল সেলাইয়ের পরিবর্তে নতুন সেলাই দেখায় ভুক্তভোগীরা। এ সময় ট্যাগ অফিসার যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, ইউপি চেয়ারম্যান আজমত আলী ও ইউপি সচিব বজলুল হক কাউকে উপস্থিত পাওয়া যায়নি। ইউপি ভবনের বাইরে উত্তর-পূর্ব কোনায় কনসার্ন আন ন্যাশনাল প্রবলেম্স (কনপ) এর ভিজিডি ম্যানেজার ও তার এক মহিলা সহকর্মী বসে সুভিধাভোগীদের নিকট হতে মাসিক সঞ্চয় বাবদ চাঁদা নিচ্ছেন। তার সঙ্গে কথা বলে জানা যায়, মহাদান ইউনিয়নের ২শ’ ৫২ জন সুবিধাভোগীর মাসের জন্য সরকার ৭.৫৬ মে.টন ভিজিডির চাল বরাদ্দ দেয়। ভিজিডির চাল কালোবাজারে বিক্রিসহ বস্তার সেলাই খোলা ও ওজনে কম দেয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তারা তো সব ঠিকঠাকই দেখছেন।
×