ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

২৫ কোটি টাকার সম্পত্তি আত্মসাতে বাবাকে খুনের অভিযোগ

প্রকাশিত: ০৫:৪৪, ১৬ জানুয়ারি ২০১৬

২৫ কোটি টাকার সম্পত্তি  আত্মসাতে বাবাকে  খুনের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১৫ জানুয়ারি ॥ ঈশ্বরদীতে ২৫ কোটি টাকার সম্পত্তি আত্মসাতে মেয়ের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে। বোন সোনিয়া পারভীনের বিরুদ্ধে অভিযোগটি করেছেন নিহত আবদুল জলিল প্রামাণিকের ছেলে আবদুল হাই। এছাড়া এ আত্মসাত চক্রের সঙ্গে ঈশ্বরদী সাবরেজিস্ট্রার সরাসরি জড়িত বলেও অভিযোগ উঠেছে। ঈশ্বরদী উপজেলা ছলিমপুর ইউনিয়নের কোলেরকান্দি বটতলা গ্রামে ঘটনাটি ঘটেছে। জানা গেছে, কোলেরকান্দি বটতলা গ্রামের ধনাঢ্য বাসিন্দা আঃ জলিল প্রামাণিক ৩ ছেলের সঙ্গে ঝগড়া করে স্ত্রী হামিদা খাতুন ও মেয়ে সোনিয়া পারভিন লাকিকে নিয়ে ঈশ্বরদীতে ভাড়া বাসায় কয়েক বছর ধরে বসবাস করছিলেন। এ সময় সোনিয়ার সঙ্গে ওষুধের দোকান মালিক জাহাঙ্গীর আলমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর মধ্যে গত বছরের ১ নবেম্বর হঠাৎ জলিল স্ত্রী ও মেয়ে পারভিনসহ নিরুদ্দেশ হন। ছেলেরা বিভিন্ন জায়গায় খোঁজ করে তাকে না পেয়ে ১০ জানুয়ারি ঈশ্বরদী থানায় বাবা, মা ও বোনকে অপহরণের অভিযোগ করেন। অভিযোগে জাহাঙ্গীর আলমসহ ৬ জনের নাম উল্লেখ করা হয়। এ অভিযোগ পেয়ে ওই দিন রাত ১০টায় ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিমান কুমার দাস ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে ফোন করে সকালে থানায় দেখা করতে বলেন। এর দুই ঘণ্টা পর মা হামিদা খাতুন ছেলে আব্দুল হাইকে ফোন করে জানান, বাবা আঃ জলিল প্রামাণিক বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালে মারা গেছেন। খবর পেয়ে পরদিন সকালে আব্দুল হাই ভাইদের নিয়ে বগুড়া মেডিক্যাল হাসপাতালে গিয়ে জানতে পারেন তার বাবার মরদেহ নিয়ে যাওয়া হয়েছে। এরপর আব্দুর হাই খুঁজতে খুঁজতে বগুড়ার নন্দিগ্রাম বাজারে এসে এ্যাম্বুলেন্সে বাবার মরদেহের পাশে মাকে দেখতে পান। মা জানান, জাহাঙ্গীর আলম ও মেয়ে সোনিয়া পারভিন তাকে রেখে পালিয়ে গেছে। মা আরও জানান, জাহাঙ্গীর আলম ৬ জানুয়ারি তার বাবাকে বগুড়া মেডিক্যাল হাসপাতালে অজ্ঞান অবস্থায় ভর্তি করে। পরদিন ঈশ্বরদীর সাবরেজিস্ট্রার আব্দুল হান্নান, দলিল লেখক হাবিবুর রহমান ও শহীদুল ইসলাম মেক্সি মেডিক্যাল হাসপাতালে এসে দলিলে তার বাবার টিপসই নেয়। এ সময় মা হামিদা খাতুনেরও স্বাক্ষর নেয়া হয়। ছেলে আব্দুল হাই জানান, ঈশ্বরদী সাবরেজিস্ট্রারের সহায়তায় জাহাঙ্গীর আলমগং তার বাবার প্রায় ২৫ কোটির টাকার ২৫ বিঘা লিচুর বাগান রেজিস্ট্রি করে নেয় এবং চক্রটি তার বাবাকে হত্যা করে। এ ব্যাপারে ঈশ্বরদী সাবরেজিস্ট্রার আব্দুর হান্নানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দলিল রেজিস্ট্রির কথা স্বীকার করে জানান, বগুড়া মেডিক্যাল হাসপাতালে নয়, আত্মীয় বাড়িতে দলিল রেজিস্ট্রি করা হয়েছে। ৬ জানুয়ারি থেকে জলিল প্রামাণিক বগুড়া মেডিক্যালে অজ্ঞান অবস্থায় ভর্তি থেকে ১০ ডিসেম্বর কিভাবে আত্মীয় বাড়িতে দলিল রেজিস্ট্রি করলেনÑএ জবাবে তিনি সদুত্তর দেননি।
×