ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দিনাজপুরে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দুদকে অভিযোগ

প্রকাশিত: ০৫:৪৩, ১৬ জানুয়ারি ২০১৬

দিনাজপুরে আওয়ামী লীগ নেতার  বিরুদ্ধে দুদকে  অভিযোগ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বিরল উপজেলায় আজিমপুর ইউনিয়নে জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে টিআর এবং কাবিখার বরাদ্দ লুট-পাট চলছে। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আওয়াল সরাসরি এই লুট-পাটের নিয়ন্ত্রণ কর্তা বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী এ বিষয়ে লিখিত অভিযোগ করেছে দুর্নীতি দমন কমিশনে। অভিযোগে বলা হয়েছে, ২০১২ সাল থেকে টিআর ও কাবিখার জন্য বরাদ্দ, কমিটি গঠন এবং বরাদ্দ উত্তোলন হলেও কাজের কোন অস্তিত্ব নেই। বরাদ্দ উত্তোলনের পর তা বিক্রির টাকা চলে যায় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আওয়ালের পকেটে। গোবিন্দ ঈদগাহ মাঠ, পশ্চিম রাজারামপুর মনসা মন্দির, পলাশবাড়ি কালিমন্দির ও আজিমপুর গংগা ডাক্তার পাড়া হরিমন্দিরের নামে এসব প্রকল্পের বরাদ্দ হলেও কোন উন্নয়ন বা সংস্কারের প্রমাণ নেই। অভিযোগ উঠেছে, আওয়ামী লীগ সভাপতি আওয়াল বর্তমানে এলাকায় পল্লীবিদ্যুত সংযোগের নামে বিভিন্নজনের কাছে টাকা আদায় করছেন। বিদ্যুত অফিসে খরচ দেয়ার নামে তিনি এই টাকা আদায় করছেন বলে অভিযোগ করছে এলাকার লোকজন। তারা এই দুর্নীতির তদন্ত দাবি করেছেন। এ বিষয়ে আওয়ামী লীগ সভাপতি আওয়ালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু বলতে রাজি হননি।
×