ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উপকূলে আন্তর্জাতিক পাখি গণনা শুরু

প্রকাশিত: ০৫:৪২, ১৬ জানুয়ারি ২০১৬

উপকূলে আন্তর্জাতিক  পাখি গণনা  শুরু

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৫ জানুয়ারি ॥ ভোলার উপকূলে শুক্রবার সকাল থেকে ৭ দিনব্যাপী আন্তর্জাতিক জলচর-পাখি গণনার কাজ শুরু হয়েছে। বন্যপ্রাণী গবেষক ও পাখি রিংগার সামিউল মোহসেনিনের নেতৃত্বে ‘বাংলাদেশ বার্ড ক্লাব’ (বিবিসি), ‘নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট’ (নেকন) এবং চ্যানেল আইয়ের ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের’ নয় সদস্যের একটি টিম ট্রলার নিয়ে জলচর ও পাখি গণনার কাজ শুরু করেছে। কুয়াশা ঢাকা শীতের সকালে মাছধরার ট্রলারে করে নয়জনের দলটি ভোলার খেয়াঘাট থেকে শুরু করে এ জলপাখি গণনা কার্যক্রম। ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী ও পটুয়াখালী জেলার উপকূলীয় পাখিসমৃদ্ধ ২৫-৩০টি চরে ৭ দিনব্যাপী চলবে এ জলচর-পাখি গণনা কাজ। বিশেষ করে সাগরের তীরবর্তী ভোলা, মনপুরা, হাতিয়া, চর-বারি, নিঝুম দ্বীপ, দমার-চর, চর-শাহজালাল ও ঢাল-চরসহ বেশ কিছু চরের পর্যবেক্ষণ করে চলবে গণনার কার্যক্রম। দলটিতে বন্যপ্রাণী গবেষক সামিউল মোহসেনিনসহ আরও রয়েছেন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনিরুল এইচ খান, ড. মোঃ জাহাঙ্গীর আলম, সানিকার রহমান রাহুল, এসআই সোহেল, সাইফুল ইসলাম, শুভ সাহা, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের শিহাব খালেদীন এবং বিল্লাল হাওলাদার। সংশ্লিষ্টরা জানান, ১৯৮৭ সাল হতে উৎসাহী পাখিপ্র্রেমী, পর্যবেক্ষক ও গবেষকদের স্বেচ্ছাশ্রমে বাংলাদেশের পাখিসমৃদ্ধ জলাভূমিতে এ গণনা কাজ পরিচালিত হয়ে আসছে।
×