ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইউএনওকে অবাঞ্ছিত ঘোষণা আওয়ামী লীগের

প্রকাশিত: ০৫:৪২, ১৬ জানুয়ারি ২০১৬

ইউএনওকে অবাঞ্ছিত ঘোষণা আওয়ামী  লীগের

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ অর্থ আত্মসাত, দুর্নীতি ও সরকারের ভাবমূর্তি ক্ষুণœ করায় হাকিমপুর ইউএনওকে অবাঞ্ছিত ঘোষণা করে তার সব অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। হাকিমপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন উর রশীদ হারুন বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য বরাদ্দ অর্থ আত্মসাতের বিষয়ে আদিবাসীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ও বিভিন্ন উন্নয়নমূলক কাজে অনিয়ম, দুর্নীতি করার জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের জরুরী সভায় ইউএনও আজাহারুল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়। এ ব্যাপারে ইউএনও আজাহারুল ইসলাম বলেন, ভুল বোঝাবুঝির জন্য কিছুটা সমস্যা হয়েছে। কিন্তু তা শীঘ্রই দূর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ইউএনও বলেন, তিন বছর ধরে তিনি হাকিমপুরে দায়িত্ব পালন করছেন। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে সরকারের উন্নয়নমূলক কর্মকা- ও গৃহীত কর্মসূচী বাস্তবায়িত করছেন। বৃদ্ধ মহিলাটি কে? স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ মহিলাটি কে, কী তার পরিচয়? কারা ওই মহিলার অভিভাবক। অগোছালো কথাবার্তায় তিনি চট্টগ্রামের চকবাজার বড় মিয়া মসজিদের পাশে বাচা মিয়ার স্ত্রী হাজেরা খাতুন বলে জানান। তার দু’টি মেয়ে আনোয়ারা ও মনোয়ারা দু’জনেরই বিয়ে হয়ে গেছে। রামু স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মোহাম্মদ আখতারুল ইসলাম জানিয়েছেন, হাসপাতালের আঙিনায় ঘোরাফেরা করতে দেখে ১৯ ডিসেম্বর ওই বৃদ্ধ মহিলাকে (৭০) হাসপাতালে ভর্তি করি। আত্মীয়-স্বজনের খোঁজখবর নেই। কেউ মহিলাটি চিনলে রামু স্বাস্থ্য কমপ্লেক্সে মোবাইল নং-০১৮১৬-৮২৪০৪৭ এ যোগাযোগ করার অনুরোধ করেছেন তিনি।
×