ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফরিদপুর ও সোনারগাঁওয়ে সংঘর্ষ ॥ ভাংচুর আহত ৪০

প্রকাশিত: ০৫:৪১, ১৬ জানুয়ারি ২০১৬

ফরিদপুর ও সোনারগাঁওয়ে সংঘর্ষ ॥ ভাংচুর আহত ৪০

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৫ জানুয়ারি ॥ জেলার সালথায় দুটি পৃথক সংঘর্ষে নারীসহ ৩০ জন আহত হয়েছে। শুক্রবার উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা ও বল্লভদী ইউনিয়নের আলমপুড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় স্থানে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে পুলিশ। জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে বৃহস্পতিবার সকালে ফুকরা গ্রামের আযাহান ফরাজী লোকজন নিয়ে একই গ্রামের হারেজ শেখের ছেলে ইমদাদুল শেখকে পেঁয়াজের ক্ষেতের মধ্যে মারধর করে। এ নিয়ে গ্রামের দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর ধারাবাহিকতায় শুক্রবার বেলা ১১ টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে সুলতান ফরাজীর একটি বসতঘরে ব্যাপক ভাংচুর চালানো হয়। সংঘর্ষে উভয় পক্ষের ১৭ জন আহত হন। আহতদের মধ্যে রিহানা বেগম, ঝনণা বেগম, নাছিমা বেগম, আব্দুর রব ফরাজী, সিরাজ ফরাজী, শাহজাহান ফরাজী, মিলন ফরাজী, রাজু শেখ ও ইমদাদ শেখকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এদিকে দুপুর সাড়ে ১২ টার দিকে বল্লভদী ইউনিয়নের আলমপুড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধ জের ধরে জাফর মাতুব্বরের সমর্থক কাঞ্চু মোল্লার সাথে সেকেন্দার আলীর সমর্থক হান্নান মোল্লার কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুপুর ১টার দিকে সমর্থকরা দেশী অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রায় ২ ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলাকালে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে উভয় দলে অন্তত ১৩ জন আহত হয়। আহতদের গোপালগঞ্জের মুকসেদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংবাদদাতা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ থেকে জানান, সোনারগাঁয়ে টাকা লেনদেনকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বারদী ইউনিয়নের শান্তির বাজার এলাকায় এ সংর্ঘষের ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরো এলাকায় থমথম অবস্থা বিরাজ করছে । এ ঘটনায় উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে । ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার বারদী ইউনিয়নের মাছন্দপুর এলাকার মান্নান মেম্বার ও মান্দারপাড়া এলাকার হাবিবুর রহমান হাবু মেম্বারের সমর্থকের মধ্যে দীর্ঘদিন ধরে টাকা লেনদেন নিয়ে বিরোধ চলে আসছে। বৃহ¯পতিবার রাতে হাবু মেম্বারের সমর্থক নিপু ও বিল্লালের কাছে পাওনা টাকা চাইতে গেলে তাদের মধ্যে বাকবিত-ার সৃষ্টি হয়। এ সময় মান্নান মেম্বারের সমর্থক ছানু মোখলেছ, রিপন, সেলিম, মোনোয়ারসহ কয়েক বিএনপির নেতা নিপু ও বিল্লালের দোকানে হামলা চালিয়ে স্বর্ণের চেনসহ নগদ পাঁচ লাখ টাক লুট করে নিয়ে যায় বলে জানান হাবু মেম্বার।
×