ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুই সন্তানের জননীকে গলাটিপে খুন

প্রকাশিত: ০৫:৪১, ১৬ জানুয়ারি ২০১৬

দুই সন্তানের জননীকে গলাটিপে খুন

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি, ১৫ জানুয়ারি ॥ মানিকছড়ির বড় ডলু এলাকায় দুই সন্তানের জননী দেলোয়ারা বেগমকে (৫০) শ্বাসরোধ করে হত্যার পর ঘরে তালা ঝুলিয়ে স্বামী মোরশেদ আলম পালিয়ে গেছে। পুলিশ শুক্রবার দুপুরে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। জানা গেছে, উপজেলার বড়ডলু গ্রামের মরহুম আবদুল জব্বারের মেয়ে দেলোয়ারা বেগমকে ৩৫ বছর আগে মোরশেদ আলম নামের এক সরকারী চাকরিজীবী বিয়ে করে ঘর সংসার করছিল। তাদের সংসারে শিউলী আক্তার (৩০) ও সোহেল (২৬) নামের দু’সন্তান রয়েছে। তারা উভয়ে বিবাহিত ও বসবাস করছে জেলা সদর ও দীঘিনালা উপজেলায়। বছর দু’এক আগে মোরশেদ আলম অবসর গ্রহণ করে এলাকায় এসে নিজ ভূমিতে ঘর তৈরি করে স্বামী-স্ত্রী মিলে বসবাস করছিল। শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ প্রতিবেশীরা তাদের নড়াচড়া না দেখে বাড়িতে খোঁজ করতে আসেন। এ সময় ঘরের বাহিরে তালা ঝুলতে দেখে সন্দেহ হয়। পরে ঘরের পিছনের দিকে গিয়ে জানালা খোলা দেখে ঘরে সকলের নজর পড়ে। এ সময় মহিলার নিথর দেহ দেখা যায়।
×