ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নাশকতার পরিকল্পনায় জরুরী বৈঠক

হবিগঞ্জে জামায়াতের ১৪ নেতাকর্মী আটক ॥ জেহাদী বই উদ্ধার

প্রকাশিত: ০৫:৪১, ১৬ জানুয়ারি ২০১৬

হবিগঞ্জে জামায়াতের  ১৪ নেতাকর্মী আটক ॥  জেহাদী বই উদ্ধার

রফিকুল হাসান চৌধুরী তুহিন, হবিগঞ্জ ॥ ’৭১ সালে যুদ্ধাপরাধের সঙ্গে সম্পৃক্ত সাঈদী, নিজামী ও মীর কাশেম আলীসহ অপরাপর নেতাদের বিচার কার্যক্রমে বাধা সৃষ্টি ও ফাঁসির দড়ি থেকে তাদের বাঁচাতে হবিগঞ্জ শহর এবং বিভিন্ন উপজেলায় বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনাকালে জেলা জামায়াতের আমির মৌলানা মুখলেছুর রহমান ও সেক্রেটারি ইউপি চেয়ারম্যান মোশাহিদ আলীসহ জামায়াতের ১৪ নেতা-ক্যাডারকে আটক করেছে পুলিশ। আটককৃত অন্যান্যরা হলো, বাহুবল উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আহাদ, হবিগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম, নবীগঞ্জ পৌরসভা জামায়াত সেক্রেটারি মুকিত পাঠান, হবিগঞ্জ পৌর জামায়াতের আমির কাজী মহসিন আলী, নবীগঞ্জ বাউশা ইউনিয়নের সভাপতি আহম্মদ আলী, জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান, আজমিরীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি নাসির উদ্দিন চৌধুরী, বানিয়াচঙ্গ উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি মৌলানা আব্দুর রেজাক, সেক্রেটারি মুজিবুর রহমান, লাখাই উপজেলা সভাপতি নুরুদ্দিন মিয়া, হবিগঞ্জ সদর জামায়াতের সভাপতি ঈমান আলী ও সেক্রেটারি আব্দুল খালেক চৌধুরী। পুলিশ জানায়, শুক্রবার সকাল ৮টার দিকে হবিগঞ্জ শহরতলীর পশ্চিম ভাদৈ গ্রামে বসবাসরত জেলা জামায়াতের আমির মৌলানা মুখলেছুর রহমানের বাসায় জেলা শহর ও আট উপজেলার জামায়াত-শিবিরের নেতাকর্মীদের নিয়ে বড় ধরনের জরুরী বৈঠক চলছিল। বৈঠকে ’৭১ সালে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত ওই জামায়াত নেতাদের বাঁচাতে সরকারের ওপর চাপ সৃষ্টির কৌশল হিসেবে নাশকতার মাধ্যমে হবিগঞ্জ শহর ও আশপাশ এলাকায় আগামী ২১ ফেব্রুয়ারি ও ২৬ মার্চের আগে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির বিষয়ে মতবিনিময় হচ্ছিল। এ খবর জানতে পেরে উর্ধতন কর্মকর্তাদের নির্দেশে ডিবি পুলিশের একটি টিম সকাল ৯টার দিকে ওই বাসায় হানা দেয়। এ সময় আইন পেশায় জড়িত ও মৌলবাদী টিভি চ্যানেল এবং জাতীয় দৈনিকে কর্মরত ‘ম’ আদ্যক্ষরের নামধারী শিবিরের সাবেক সুচতুর ক্যাডারসহ বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে এসব নেতাদের কাছ থেকে নগদ এক লাখ টাকা, ৭০টি জেহাদী বই, পাঁচ শ’ লিফলেট ও ১৬টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদের মাঝেই আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনে সকলকেই রিমান্ডে আনা হতে পারে।
×