ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শিরোপা কুজনেতসোভার

প্রকাশিত: ০৫:৪০, ১৬ জানুয়ারি ২০১৬

শিরোপা কুজনেতসোভার

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী সোমবার থেকেই শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন। মৌসুমের প্রথম মেজর টুর্নামেন্টের আগের প্রস্তুতিটা দারুণভাবেই সেরে নিলেন সভেতলানা কুজনেতসোভা। শুক্রবার সিডনি ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেন তিনি। শিরোপা জয়ের লড়াইয়ে রাশিয়ান টেনিস তারকা ৬-০ এবং ৬-২ গেমে হারান মনিকা পুইগকে। প্রতিপক্ষকে উড়িয়ে দিতে কুজনেতসোভা সময় নেন মাত্র ৫৫ মিনিট। সেইসঙ্গে ক্যারিয়ারের ১৬তম ডব্লিউটিএ শিরোপা জয়ের স্বাদ পান তিনি। তবে এই টুর্নামেন্টটা চিরস্মরণীয় করেই রাখবেন কুজনেতসোভা। কেননা শুক্রবার সকালেই যে সেমিফাইনালে শক্তিশালী প্রতিপক্ষ সিমোনা হ্যালেপকে হারান তিনি। বৃষ্টির কারণে আগের দিনের ম্যাচ না হওয়ায় পূর্বসূচী অনুযায়ী একইদিনে দুই ম্যাচ খেলতে হয় তাকে। আর সেমিফাইনালের কঠিন লড়াইয়ে রোমানিয়ান তারকাকে হারিয়ে ফাইনালের টিকেট নিশ্চিত করেন কুজনেতসোভা। তাও আবার ২ ঘণ্টা ৪৪ মিনিট লড়াই করে। অস্ট্রেলিয়ান ওপেনের আগে শিরোপা জিতে দারুণ রোমাঞ্চিত কুজনেতসোভা।
×