ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বর্ষসেরা ওজিলের অনন্য ইতিহাস

প্রকাশিত: ০৫:৩৯, ১৬ জানুয়ারি ২০১৬

বর্ষসেরা ওজিলের অনন্য ইতিহাস

স্পোর্টস রিপোর্টার ॥ চতুর্থবারের মতো জার্মানির বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতেছেন মেসুত ওজিল। তারকা এই এ্যাটাকিং মিডফিল্ডার ২০১৫ সালের সেরা হয়েছেন। গত পাঁচ বছরে চারবারই দেশটির সেরা এই খেতাব জিতে অনন্য এক নজির গড়লেন ইংলিশ ক্লাব আর্সেনালের এই তারকা। জার্মানির তারকা ফুটবলারের অভাব নেই। এর মধ্য থেকে সর্বশেষ পাঁচ বছরের মধ্যে চারবারই সেরা হলেন ২৭ বছর বয়সী সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। এমন দৃষ্টান্ত দেশটির আর কারও নেই। তাই তো অনন্য ইতিহাস গড়ে উৎফুল্ল ওজিল। ওজিল ৪৫.৯ শতাংশ ভোট পেয়ে ২০১৫ সালের বর্ষসেরা খেতাব জিতেছেন। দ্বিতীয় হওয়া স্ট্রাইকার টমাস মুলার পেয়েছেন ১৫.৯ শতাংশ ভোট। আর তৃতীয় অবস্থানে থাকা জোনাস হেক্টর পেয়েছেন ১৩.৬ শতাংশ ভোট। ইংলিশ প্রিমিয়ার লীগে এবারও দুর্দান্ত খেলে চলেছেন ওজিল। আর্সেনালের সাফল্যের অন্যতম নেপথ্য কারিগর তিনি। অসামান্য দক্ষতায় টানা তিনমাস এমিরেটস স্টেডিয়ামের দলটির সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন তিনি। সেরা হওয়ার পর ওজিল জানিয়েছেন, পারফর্মেন্সের এই ধারাবাহিকতা তিনি ধরে রাখতে চান।
×