ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জয়ে ফেরার মিশন চেলসি, ম্যানসিটির

প্রকাশিত: ০৫:৩৯, ১৬ জানুয়ারি ২০১৬

জয়ে ফেরার মিশন চেলসি, ম্যানসিটির

স্পোর্টস রিপোর্টার ॥ জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়ে ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে আজ রাতে মাঠে নামছে দুই পরাশক্তি চেলসি ও ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠ লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে বর্তমান চ্যাম্পিয়ন চেলসির প্রতিপক্ষ এভারটন। নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যানসিটি লড়বে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে। দল দুটিই নিজেদের সর্বশেষ ম্যাচ ড্র করে। আজকের অন্যান্য ম্যাচে মুখোমুখি হবে টটেনহ্যাম হটস্পার-সান্ডারল্যান্ড, বোর্নমাউথ-নরউইচ সিটি, নিউক্যাসল ইউনাইটেড-ওয়েস্টহ্যাম ইউনাইটেড, সাউদাম্পটন-ওয়েস্টব্রুমউইচ। ফের শীর্ষে ওঠার সুবর্ণ সুযোগ লিচেস্টার সিটির সামনে। চমক দেখনো দলটি অ্যাওয়ে ম্যাচে মুখোমুখি হচ্ছে এ্যাস্টন ভিলার। এই ম্যাচটি জিতলে বা ড্র করলেই এক নম্বর নিশ্চিত হবে লিচেস্টারের। রবিবার ফের আগুনের উত্তাপ টের পাবে ফুটবলপ্রেমীরা! এদিন এ্যানফিল্ডে মুখোমুখি হবে দুই পরাশক্তি লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড। বুধবার লিভারপুল ও আর্সেনালের লড়াইয়ের টগবগে স্মৃতি এখনও সবার মানসপটে। দুর্দান্ত ওই ম্যাচটির মতো এটিও আকর্ষণীয় হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সর্বশেষ পর্বে পরাশক্তিদের হোঁচটের রাতে স্বস্তির জয়ে যৌথভাবে শীর্ষে ফেরে লিচেস্টার সিটি। চমক জাগানো দলটি ১-০ গোলে হারায় টটেনহ্যাম হটস্পারকে। আগের ম্যাচে পয়েন্ট হারালেও শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল। ২১ ম্যাচে গানার্সদের সংগ্রহ ৪৩ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে গোলগড়ে তাদের পেছনে লিচেস্টার। ৪০ পয়েন্ট নিয়ে তিনে ম্যানসিটি। ৩১ পয়েন্ট নিয়ে নবম স্থানে নেমে গেছে লিভারপুল। ২৪ পয়েন্ট নিয়ে আগের ১৪তম স্থানেই চেলসি।
×