ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তিন শতাধিক রানের স্কোর গড়েও দ্বিতীয় ওয়ানডেতে ভারতের হার ৭ উইকেটে

আবারও বিফলে রোহিতের সেঞ্চুরি

প্রকাশিত: ০৫:৩৯, ১৬ জানুয়ারি ২০১৬

আবারও বিফলে  রোহিতের সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার ॥ ফের রোহিত শর্মার সেঞ্চুরি, ফের ভারতের হার। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুরন্ত এই ওপেনারের ভাগ্যটা যেন ‘মিশ্র’- এ নিয়ে ক্যারিয়ারের ১০ সেঞ্চুরির পাঁচটিই হাঁকালেন অসিদের বিপক্ষে, অথচ যার তিনটিতে হারল তার দল! ৮ উইকেটে ৩০৮ রান করেও দ্বিতীয় ওয়ানডেতে মহেন্দ্র সিং ধোনিদের হার ৭ উইকেটে। ৩০৯ রান করে প্রথম ম্যাচে যারা হেরেছিল ৫ উইকেটে। এবার তিন অস্ট্রেলিয়ানের হাফ সেঞ্চুরিতে ম্লান রোহিতের সেঞ্চুরি। তবে পাঁচ ওয়ানডের সিরিজে ২-০তে পিছিয়ে পড়ার দিনে অতিথিদের সান্ত¡না ম্যাচসেরা হয়েছেন তুখোড় এই ভারতীয় ওপেনার! মেলবোর্নে তৃতীয় ওয়ানডে রবিবার। ব্রিসবেনে টস জিতে ব্যাটিং নেন মহেন্দ্র সিং ধোনি। দলীয় ৯ রানে শিখর ধাওয়ানকে (৬) হারালেও সফরকারী অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করে এরপরই দুরন্ত ব্যাটিং উপহার দেন রোহিত ও বিরাট কোহলি। দ্বিতীয় উইকেটে ২১.৩ ওভারে ১২৫ রান যোগ করেন দু’জনে। রোহিতের সঙ্গে ভুল বোঝাবুঝিতে ৫৯ রান করে রানআউট হন ‘ক্রেজী’ কোহলি। এরপর যোগ দেন রাহানে। দারুণ এক ‘ক্ল্যাসিক্যাল’ হাফ সেঞ্চুরির (৮০ বলে ৮৯) ইনিংস খেলেন দলটির সময়ের অন্যতম সফল এই উইলোবাজ। এরপর ভারত দ্রুত উইকেট হারালেও এক প্রান্তে রোহিত ছিলেন নিজেরই মতো। বোলার্স ব্যাক ড্রাইভে জেমস ফকনারের আঙুল ছুঁয়ে আসা বলে দুর্ভাগ্যজনকভাবে রানআউট হওয়ার আগে ১২৪ রানের দৃষ্টিনন্দন ইনিংস উপহার দেন তিনি। ওয়ানডের ইতিহাসে ‘বিরল’ দু’দুটি ডাবল সেঞ্চুরির মালিকের ট্রিপল ফিগারের ইনিংসটি ১১ চার ও ৩ ছক্কায় সাজানো। এ নিয়ে রোহিতের ক্যারিয়ারের ১০ সেঞ্চুরির ৫টিই এলো অসিদের বিপক্ষে (একটি ডাবল সেঞ্চুরিসহ), দুর্ভাগ্যজনকভাবে যার ৩টিতেই হার দেখতে হলো তার দল ভারতকে! এর আগে বিফলে যাওয়া পার্থের প্রথম ওয়ানডেতে খেলেছিলেন অপরাজিত ১৭১ রানের মহাকাব্যিক ইনিংস। দুই গ্রেট শচীন টেন্ডুলকর (৭০ ইনিংসে ১০ সেঞ্চুরি) ও ডেসমন্ড হেইন্সের (৬৪ ইনিংসে ৬ সেঞ্চুরি) পর অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড এখন রোহিতের। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ‘ব্যাক টু ব্যাক’ সেঞ্চুরির মাত্র তৃতীয় ঘটনা এটি। তার আগে যেখানে নাম লেখান ইংল্যান্ডের গ্রায়েম হিক ও সাবেক ভারতীয় তারকা ভিভিএস লক্ষণ। বিশাল রান অতিক্রম করে অস্ট্রেলিয়ার জয়ে মূল ভূমিকা তিন হাফ সেঞ্চুরিয়ান এ্যারন ফিঞ্চ (৮১ বলে ৭১), শন মার্শ (৮৪ বলে ৭১) ও জর্জ বেইলির (৫৮ বলে ৭৬*)। তাদের দারুণ সঙ্গ দেন অধিনায়ক স্টিভেন স্মিথ (৪৭ বলে ৪৬) ও গ্লেন ম্যাক্সওয়েল (২৫ বলে ২৬*)। স্কোর ॥ ভারত ইনিংস ৩০৮/৮ (৫০ ওভার; রোহিত ১২৪, রাহানে ৮৯, কোহলি ৫৯, ধোনি ১১, পান্ডে ৬; ফকনার ২/৬৪, প্যারিস ১/৪০, হেস্টিংস ১/৪৬, বোল্যান্ড ১/৬৪) অস্ট্রেলিয়া ইনিংস ৩০৯/৩ (৪৯ ওভার; ফিঞ্চ ৭১, মিচেল মার্শ ৭১, বেইলি ৭৬*, স্মিথ ৪৬, ম্যাক্সওয়েল ২৬*; জাদেজা ১/৫০, ইশান্ত ১/৬০) ফল ॥ অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী ম্যাচসেরা ॥ রোহিত (ভারত) সিরিজ ॥ পাঁচ ওয়ানডের সিরিজে অস্ট্রেলিয়া ২-০তে এগিয়ে।
×