ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

স্প্যানিশ কোপা ডেল রে

এ্যাটলেটিকো মাদ্রিদ কোয়ার্টার ফাইনালে

প্রকাশিত: ০৫:৩৮, ১৬ জানুয়ারি ২০১৬

এ্যাটলেটিকো মাদ্রিদ কোয়ার্টার ফাইনালে

স্পোর্টস রিপোর্টার ॥ সব শঙ্কা কাটিয়ে স্প্যানিশ কোপা ডেল রে ফুটবলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে এ্যাটলেটিকো মাদ্রিদ। বৃহস্পতিবার রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে এ্যাটলেটিকো৩-০ গোলে পরাজিত করে রায়ো ভায়োকানোকে। নিজেদের মাঠ ভিসেন্টে ক্যালডেরনে বিজয়ী দলের হয়ে জোড়া গোল করেন ফরাসী তারকা এ্যান্টোনিও গ্রিয়েজম্যান। এর আগে প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। ফলে দুই মিলিয়ে ৪-১ গোলের জয় নিয়ে শেষ আট নিশ্চিত করেছে দিয়াগো সিমিওনের দল। নিজেদের মাঠে ভায়োকানোকে দ্বিতীয় লেগে আতিথেয়তা জানায় লা লিগার শীর্ষে থাকা এ্যাথলেটিকা। প্রথমার্ধ স্বাগতিকদের হয়ে গোলের সূচনাটা করেন এ্যাঞ্জেল কোরেয়া। ম্যাচের ৪০ মিনিটে দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে নেন এই আর্জেন্টাইন। বিরতির পর স্বাগতিকদের লিড বাড়াতে বেশ ঘাম ঝরাতে হয়। তবে ম্যাচের ৮০ মিনিটে সেট পিস থেকে নিজের প্রথম গোলের পাশাপাশি দলের জয় অনেকটাই নিশ্চিত করেন গ্রিয়েজম্যান। ম্যাচের শেষ মিনিটে নিজের জোড়া গোলের পাশাপাশি এ্যাথটলেটিকোর তিন নম্বর গোলটি করেন ফরাসী তারকা। এ্যাটলেটিকো এ ম্যাচে স্বস্তির জয় পেলেও ফিফা কর্তৃক ফুটবলার নিবন্ধনে নিষেধাজ্ঞা শুনতে হয়েছে তাদের। আগামী দুই ট্রান্সফার উইন্ডোতে নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৮ বছরের নিচে কোন ফুটবলারের দলে ভেড়াতে পারবে না তারা। সেরা আট নিশ্চিত হওয়ার পর এ্যাথটলেটিকো কোচ দিয়াগো সিমিওন শিরোপা স্বপ্নের কথা জানিয়েছেন। ম্যাচ শেষে তিনি বলেন, আমরা শিরোপার লক্ষ্যেই এগোচ্ছি। তবে এখুনি এটা নিয়ে ভাবছি না। কোয়ার্টার জিতে সেমিফাইনালে কিভাবে যাওয়া যায় সেটাই আপাতত ভাবনা। ম্যাচের পারফর্মেন্স প্রসঙ্গে এ্ই আর্জেন্টাইন বলেন, প্রথম লেগে আমরা তেমন সুবিধা করতে পারিনি। অনেক ভুল ছিল। তবে এই ম্যাচে ছেলেরা অনেক ভাল ফুটবল খেলেছে। সবাইকে ধন্যবাদ তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য। আশা করছি পরবর্তী ম্যাচগুলোতেও এ ধারা অব্যাহত থাকবে। শেষ ষোলো নিশ্চিত করেছে ভ্যালেন্সিয়াও। দ্বিতীয় লেগের ম্যাচে তারা ৩-০ গোলে হারায় গ্রানাডাকে। এর আগে প্রথম লেগের ম্যাচে নেগ্রেডোর হ্যাটট্রিকে ভ্যালেন্সিয়া জিতেছিল ৪-০ গোলে। ফলে দুই লেগ মিলিয়ে তাদের জয় ৭-০ গোলে। সেরা আটে ওঠে ভ্যালেন্সিয়াও এখন বড় স্বপ্ন বুনছে। দলটির তারকা নেগ্রেডো বলেছেন, সেমিফাইনালে খেলতে তারা আশাবাদী। শেষ চারের টিকেট পেলে তখন তারা শিরোপা নিয়ে ভাববেন বলে জানিয়েছেন।
×