ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আবারও ফেদেরারের বাধা জোকোভিচ!

প্রকাশিত: ০৫:৩৭, ১৬ জানুয়ারি ২০১৬

আবারও ফেদেরারের বাধা জোকোভিচ!

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘ এক বছরের অপেক্ষা শেষে আবারও মাঠে গড়াতে যাচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন। পুরুষ এককে মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। এবারও শিরোপা ধরে রাখার প্রত্যয় সার্বিয়ান তারকার। সেক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারেন টেনিসের জীবন্ত কিংবদন্তি রজার ফেদেরার। সবকিছু সঠিকভাবে এগুলে টুর্নামেন্টের সেমিফাইনালেই যে মুখোমুখি হবেন তারা। যে কারণে মেলবোর্নের কোর্টে নামার আগে থেকেই বেশ সতর্ক দুই তারকা। গত মৌসুমটা দারুণ কেটেছে নোভাক জোকোভিচের। তিন গ্র্যান্ডসøামসহ মোট ১১টি শিরোপা জয়ের স্বাদ পান তিনি। সেইসঙ্গে নিজেকে নিয়ে যান অনন্য উচ্চতায়। চলতি মৌসুমেও ফেবারিটের তকমাটা গায়ে মাখানো তার। তবে বছরের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্টেই কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে সার্বিয়ান তারকাকে। মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হবেন শক্তিশালী প্রতিপক্ষ জাপানের কেই নিশিকোরির। শুধু তাই নয়, সেমিফাইনালে তাকে লড়াই করতে হবে সুইজারল্যান্ডের রজার ফেদেরারের বিপক্ষে। গত মৌসুমে বৃটিশ টেনিস তারকা এ্যান্ডি মারেকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন জোকোভিচ। সেই যে শুরু এরপর দুর্দান্ত গতিতে এগিয়ে যান তিনি। স্টানিসøাস ওয়ারিঙ্কার কাছে হেরে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা হাতছাড়া করলেও বাকি তিন গ্র্যান্ডসøামের সবকটিতেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান তারকা। পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা এবারও ধরে রাখতে মরিয়া জোকোভিচ। সতেরোটি গ্র্যান্ডসøাম জয়ী রজার ফেদেরার আর জোকোভিচ ছাড়াও মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্টে ফেবারিট হিসেবে খেলতে নামবেন রাফায়েল নাদাল, ডেভিড ফেরার, এ্যান্ডি মারে এবং স্টানিসøাস ওয়ারিঙ্কা। তবে স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদালের বড় পরীক্ষা স্টানিসøাস ওয়ারিঙ্কা। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হতে যাচ্ছেন তারা। গত মৌসুমে নাদাল কোন মেজর শিরোপা জিততে না পারলেও সুইস তারকা ওয়ারিঙ্কা ফ্রেঞ্চ ওপেন জিতে চমকে দেন। তাই নতুন বছরের শুরুটাও নিজের সেরাটা দিয়ে করতে চান ওয়ারিঙ্কা। তবে দুর্ভাগ্য স্কটিশ তারকা এ্যান্ডি মারের। গত মৌসুমেও ফাইনালে উঠে শিরোপার দেখা পাননি তিনি। শুধু তাই নয় চারবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালের টিকেট নিশ্চিত করলেও কখনই শেষের হাসিটা হাসতে পারেননি এই বৃটিশ তারকা। তবে এবার অস্ট্রেলিয়ান ওপেন জিতে শিরোপার আক্ষেপ ঘুচাতে মরিয়া দুটি গ্র্যান্ডসøামের মালিক এ্যান্ডি মারে।
×