ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দলবদলের বাজারে নিষিদ্ধ রিয়াল মাদ্রিদ

প্রকাশিত: ০৫:৩৭, ১৬ জানুয়ারি ২০১৬

দলবদলের বাজারে নিষিদ্ধ রিয়াল মাদ্রিদ

স্পোর্টস রিপোর্টার ॥ বার্সিলোনাকে এর আগে চরমভাবে ভুগতে হয়েছে। নিয়ম ভঙ্গ করায় কাতালানদের খেলোয়াড় কেনার ওপর ছিল নিষেধাজ্ঞা। এবার সেই খড়গ এসে পড়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ওপর। আগামী দুটি দলবদলের মৌসুমে কোন নতুন খেলোয়াড় চুক্তিবদ্ধ করতে বা বিক্রি করতে পারবে না গ্যালাক্টিকোরা। একই নিষেধাজ্ঞা জারি হয়েছে রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বী এ্যাথলেটিকো মাদ্রিদের ওপরও। ১৮ বছরের নীচে আন্তর্জাতিক ফুটবলার চুক্তিবদ্ধ করার ক্ষেত্রে নিয়ম ভাঙায় রিয়াল মাদ্রিদকে এই শাস্তি দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। একই কারণে দলবদলে অংশ নিতে পারবে না এ্যাথলেটিকো। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে ফিফা। তবে দুদলের জন্যই কিছুট স্বস্তির হচ্ছে চলমান জানুয়ারির দলবদলের জন্য এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। পরবর্তী দুই মৌসুম খেলোয়াড় কিনতে পারবে না রিয়াল ও এ্যাথলেটিকো। তবে ফিফার এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে দুদলই আপীল করার সিদ্ধান্ত নিয়েছে। চলতি দলবদলের বাজার শেষ করার পর ২০১৭ সালের জুলাই পর্যন্ত কোন খেলোয়াড় চুক্তিবদ্ধ করতে পারবে না রিয়াল ও এ্যাথলেটিকো। পরের দুটি দলবদল হবে এ বছরের জুলাই-অগাস্ট আর আগামী বছরের জানুয়ারিতে। একই সঙ্গে রিয়ালকে ২ লাখ ৪৯ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে। এ্যাথলেটিকোর জরিমানার পরিমাণটা আরও বেশি। ৬ লাখ ২২ হাজার পাউন্ড। ২০১৪ সালের এপ্রিলে একই ধরনের শাস্তি পেয়েছিল স্প্যানিশ লা লিগার বর্তমান শিরোপাধারী বার্সিলোনা। কাতালানরাও ১৮ বছরের নীচে আন্তর্জাতিক ফুটবলার কেনার ক্ষেত্রে ফিফার নিয়ম ভেঙেছিল। বার্সিলোনার নিষেধাজ্ঞা এই জানুয়ারিতেই শেষ হয়েছে। ফিফা তাদের তদন্তে উল্লেখ করেছে, এ্যাথলেটিকো ২০০৭ থেকে ২০১৪ সালের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতায় ১৮ বছরের কম বয়সী খেলোয়াড় খেলিয়েছে। আর রিয়াল মাদ্রিদে খেলেছে ২০০৫ থেকে ২০১৪ সালের মধ্যে। ফিফা কর্তৃক আগামী দুই ট্রান্সফার উইন্ডোতে ফুটবলার কেনা-বেচার ওপর রিয়াল মাদ্রিদ নিষেধাজ্ঞা পেলেও এর বিরুদ্ধে আপীল করবে গ্যালাক্টিকোরা। রিয়াল ছাড়াও একই অপরাধে শাস্তি দেয়া হয়েছে লস ব্ল্যাঙ্কসদের নগর প্রতিদ্বন্দ্বী এ্যাথলেটিকো মাদ্রিদকে। রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ফিফার এই সিদ্ধান্তের ব্যাপারে আমরা আপীল করবো। এটি অগ্রহণীয় একটি ব্যাপার। যথাযথ পর্যবেক্ষণ না করেই তারা এ সিদ্ধান্ত নিয়েছে।
×