ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্যবসায় উদ্যোগ

এস এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৫:৩০, ১৬ জানুয়ারি ২০১৬

এস এস সি পরীক্ষার প্রস্তুতি

(পূর্ব প্রকাশের পর) ২৫. সমবায় সমিতির মূলনীতি কয়টি? ক) ৮টি খ) ৭টি গ) ৬টি ঘ) ৫টি ২৬. প্রশিক্ষণ কর্মীর কর্মদক্ষতা বৃদ্ধির সাথে সাথে কোনটির সদ্ব্যবহার করে থাকে? ক) মূলধনের খ) সম্পদের গ) জনশক্তির ঘ) সময়ের ২৭. কোনটি একটি ব্যবসায় প্রতিষ্ঠান নয়? ক) পোল্ট্রি ফার্ম খ) দাতব্য প্রতিষ্ঠান গ) কাপড়ের দোকান ঘ) ফুলের দোকান ২৮. রুহিন ও মুহিন দুই ভাই। রুহিন ব্যবসায় করে এবং মুহিন সরকারি চাকরি করে জীবিকা নির্বাহ করে। রুহিন ও মুহিনের পেশাকে একত্রে কী বলে? ক) আত্মকর্মসংস্থান খ) কর্মসংস্থান গ) ব্যবসায় ঘ) চাকরি ২৯. আমাদের দেশে কোনটির ব্যাপক অভাব রয়েছে? ক) ভূমি খ) শ্রমিক গ) কাঁচামাল ঘ) সুপরিকল্পনা ৩০. জয়া, টয়া ও রিয়া মিলে জামদানি শাড়ির ব্যবসায় শুরু“ করল। তাদের ব্যবসায় কিসের ভিত্তিতে গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হবে? ক) অংশীদারদের ইচ্ছার ভিত্তিতে খ) আইনের ভিত্তিতে গ) চুক্তির ভিত্তিতে ঘ) আওতার ভিত্তিতে ৩১. ব্যবসায়িক লক্ষ্য অর্জনে অবিরাম কাজ করেন কে? ক) চাকরিজীবী খ) উদ্যোক্তা গ) শ্রমিক ঘ) পাওনাদার ৩২. আত্মকর্মসংস্থানের জন্য বয়স কীরূপ সমস্যা? ক) মারাত্মক খ) সমস্যা নয় গ) অল্পজ্ঞান ঘ) মোটামুটি ৩৩. বাংলাদেশের ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বিরাজমান বাধাসমূহ দূরীকরণের উপায় কী? র.কার্যকর ও বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করতে হবে রর. ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করতে হবে ররর. ব্যাপক প্রচার প্রচারণার ব্যবস্থা করতে হবে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৪. কোন কারণে আধুনিক যুগে সারা বিশ্বে একসাথে প্রচারণা চালানো সম্ভব হয়েছে? ক) ফোনের খ) চিঠির গ) ব্যবসায়ের ঘ) তথ্য প্রযুক্তির ৩৫. দ্রুত সিদ্ধান্ত গ্রহণ কোন ব্যবসায়ের জন্য সুবিধাজনক? ক) একমালিকানা খ) অংশীদারি গ) যৌথমুলধনী ঘ) সমবায় ৩৬. নৌ বিমার বিষয়বস্তুতে বিমাযোগ্য স্বার্থ থাকে- র. পণ্য প্রেরক বা পণ্যের মালিকের প্রেরিত পণ্যের ওপর রর. জাহাজের মালিকের জাহাজ এবং ভাড়ার ওপর ররর. বিমাকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৭. রাস্তা-ঘাট তৈরী কোন শিল্পের অন্তর্গত? ক) সেবা খ) প্রজনন গ) উৎপাদন ঘ) নির্মাণ ৩৮. বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা সরকারকে কীসের মাধ্যমে জবাবদিহি করবে? ক) আবেদনপত্রের মাধ্যমে খ) মালিকের মাধ্যমে গ) সংসদের মাধ্যমে ঘ) পরিচালকের মাধ্যমে ৩৯. নিহাল ও তার পাঁচ বন্ধু মিলে খুলনা বাণিজ্য মেলায় একটি দোকান দিল। দোকানে যখন যে বসত নিজেদের ইচ্ছামত খরচ করত। মেলা শেষে দেখা গেল তাদের তেমন কোন সাফল্য আসে নি। কোন কারণে তাদের সাফল্য আসে নি? ক) সুষ্ঠু পরিকল্পনার অভাবে খ) সুষ্ঠু তদারকির অভাব গ) কর্মচারীদের অবহেলায় ঘ) নিজেদের অসচেতনতায় ৪০. ব্যবসায়ের স্থান নির্ধারণের ক্ষেত্রে লক্ষ রাখা প্রয়োজন- র. কাঁচামালের সহজলভ্যতার দিকে রর. বাজারজাতকরণের সুবিধার দিকে ররর. অবকাঠামোগত সুবিধার দিকে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪১. কোন ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক নয়? ক) পাবলিক লিমিটেড কোম্পানি খ) সমবায় সমিতি গ) অংশীদারি ব্যবসায় ঘ) প্রাইভেট লিমিটেড কোম্পানি ৪২. ব্যবসায়ের আধুনিক যুগের নিদর্শন কোনটি? ক) শিল্প বিপ্লব খ) ধাতব মুদ্রার ব্যবহার গ) দ্রব্য বিনিময় ঘ) ব্যবসায় সংগঠনের উদ্ভব ৪৩. ব্যবসায় থেকে প্রত্যাশিত মুনাফা অর্জনের অনিশ্চয়তাকে কী বলে? ক) মুনাফা খ) ঝুঁকি গ) ক্ষতি ঘ) চ্যালেঞ্জ ৪৪. বাংলাদেশের প্রেক্ষিতে সমবায় সমিতির অবস্থা কেমন? ক) যথেষ্ট ভালো খ) সন্তোষজনক গ) যথেষ্ট ভালো নয় ঘ) অধিক ভালো ৪৫. কোনো বিশেষ পণ্যকে বাজারে প্রচলিত অনুরূপ পণ্য থেকে আলাদা করতে চাইলে কিসের প্রয়োজন? ক) উৎপাদন প্রতিষ্ঠানের নাম নিবন্ধন খ) পণ্য নিবন্ধন গ) পণ্যের মান নিবন্ধন ঘ) পণ্যের প্রতীক নিবন্ধন ৪৬. আত্মকর্মসংস্থানের সফলতা ও ব্যর্থতা অনেকাংশে নির্ভর কীসের ওপর? ক) উপযুক্ত ক্ষেত্র নির্বাচনের খ) অধিক বিনিয়োগের গ) কম পরিশ্রম ঘ) অদক্ষ কর্মী নিয়োগ ৪৭. রোমের সম্রাট কোথা থেকে জাহাজ তৈরি করে নিতেন? ক) কলকাতা খ) চট্টগ্রাম গ) করাচি ঘ) লন্ডন ৪৮. কোনটি ব্যবসায় উৎপত্তির মূল কারণ? ক) প্রয়োজনবোধ খ) অভাববোধ গ) চাহিদাবোধ ঘ) দায়বোধ নিচের উদ্দীপকটি পড় এবং ২টি প্রশ্নের উত্তর দাও। জামাল বেকার বসে না থেকে বাঁশ ও বেতের দ্বারা ঝুড়ি, ডালা, চালুন, কুলা তৈরি করে বাজারে বিক্রয় করে। এ কাজে তার দুই ভাই সাহায্য করে। তার উৎপাদিত পণ্যসামগ্রী মানসম্মত হওয়ায় বিক্রয় বেশ ভালোই হচ্ছে। এতে তার বেশ মুনাফাও হচ্ছে। ৪৯. ব্যবসায়ে কী বিদ্যমান থাকে? ক) কুটির শিল্প খ) ক্ষুদ্র শিল্প গ) মাঝারি শিল্প ঘ) বৃহৎ শিল্প ৫০. প্রকল্পের চলতি পুঁজি নিরূপণ করা প্রয়োজন করা হয় কেন? ক) পরিবারের সচ্ছলতা বৃদ্ধি ও দরিদ্রতা দূর করে বলে খ) জনগণের কল্যাণ সাধন করে বলে গ) জাতীয় সম্পদ সংরক্ষণ করে বলে ঘ) আত্মনির্ভরশীল জাতি গঠন করে বলে সঠিক উত্তর: ১. (গ) ২. (ক) ৩. (গ) ৪. (ক) ৫. (গ) ৬. (খ) ৭. (খ) ৮. (ক) ৯. (খ) ১০. (গ) ১১. (গ) ১২. (খ) ১৩. (খ) ১৪. (খ) ১৫. (গ) ১৬. (ক) ১৭. (খ) ১৮. (খ) ১৯. (খ) ২০. (ঘ) ২১. (ক) ২২. (ক) ২৩. (ঘ) ২৪. (ক) ২৫. (ঘ) ২৬. (খ) ২৭. (খ) ২৮. (খ) ২৯. (ঘ) ৩০. (গ) ৩১. (খ) ৩২. (গ) ৩৩. (ঘ) ৩৪. (ঘ) ৩৫. (ক) ৩৬. (ক) ৩৭. (ঘ) ৩৮. (গ) ৩৯. (ক) ৪০. (খ) ৪১. (গ) ৪২. (ক) ৪৩. (খ) ৪৪. (গ) ৪৫. (ঘ) ৪৬. (ক) ৪৭. (খ) ৪৮. (খ) ৪৯. (গ) ৫০. (ক)
×