ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইতিহাস প্রথম পত্র

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৫:৩০, ১৬ জানুয়ারি ২০১৬

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

১. মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী গেরিলা দল কোথায় যুদ্ধ করেছে? ক) চট্টগ্রাম খ) ময়মনসিংহ গ) ঢাকা ঘ) দিনাজপুর ২. মুজিবনগরের পূর্ব নাম কি ছিল? ক) ভবেরপাড়া খ) সুধারাম গ) সোনাদি ঘ) নাথানপাড়া ৩. আবু সাঈদ চৌধুরীর প্রচেষ্টায় বিশ্বের কতটি দেশ বাংলাদেশের সমস্যা নিয়ে আলোচনা করে? ক) ৪১ টি খ) ৪৭টি গ) ৫২টি ঘ) ৫৪টি ৪. মন্ত্রি মিশন ভারতবর্ষকে কত স্তরবিশিষ্ট একটি যুক্ত রাষ্ট্র করা প্রস্তাব করেছিল? ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ ৫. পাকিস্তান গঠিত হয় যেভাবে- র. পূর্বে বাংলা ও পাঞ্জাব নিয়ে রর. উত্তর-পশ্চিম সীমান্ত নিয়ে ররর. বেলুচিস্তান নিয়ে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৬. সাইফুল ইসলাম মুক্তিযুদ্ধে নৌকমান্ডার ছিলেন। সে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে কোন অপারেশনে অংশ নেয়? ক) অপারেশন ক্লিনহার্টে খ) অপারেশন সার্চলাইটে গ) অপারেশন জ্যাকপটে ঘ) অপারেশন ডাল-ভাতে ৭. হেস্টিংস ব্রিটিশ পার্লামেন্টের কাছ থেকে কী পরিমাণ ঋণ নিয়েছিলেন? ক) পাঁচ লক্ষ পাউন্ড খ) দশ লক্ষ পাউন্ড গ) পনের লক্ষ পাউন্ড ঘ) বাইশ লক্ষ পাউন্ড ৮. ভারত-পাকিস্তান যুদ্ধের সময় পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান যুদ্ধের সময় পূর্ব পাকিস্তানের সাথে সম্পর্ক কেমন ছিল? ক) জোরালো খ) বিচ্ছিন্ন গ) স্বাভাবিক ঘ) ঘনিষ্ঠ ৯. সাইমন ড্রিং পেশায় কী ছিলেন? ক) শিক্ষক খ) ব্যবসায়ী গ) উকিল ঘ) সাংবাদিক ১০. কলকাতার কত নং বাড়িটি স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের স্থায়ী কার্যালয় রূপে গড়ে ওঠে? ক) ৫৫/৮ খ) ৫৬/৮ গ) ৫৭/৮ ঘ) ৫৮/৮ ১১. ‘ফ্রিডম ফাইটার’ বলতে কী বোঝায়? ক) রাজাকার খ) সাহসী ব্যক্তি গ) যুদ্ধে নিহত ব্যক্তি ঘ) মুক্তিযোদ্ধা ১২. একাত্তর সালে বাঙালিরা প্রাণ বিসর্জন দিয়েছেন যে কারণে- র. স্বাধীনতার জন্য রর. দেশের জন্য ররর. পাকিস্তান প্রতিষ্ঠার জন্য নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর গ) ররর ঘ) র ১৩. কত বছর বয়স হলে বাঙালিরা ভোট দেওয়ার াধিকার লাভ করে? ক) ১৮ বছর খ) ২১ বছর গ) ২২ বছর ঘ) ২৫ বছর ১৪. মুক্তিযুদ্ধের সময় রাজশাহী কত নং সেক্টরের অধীনে ছিল? ক) ৫ নং খ) ৭ নং গ) ৯ নং ঘ) ১১ নং ১৫. হায়দার আলীর মৃত্যু হয় কত সালে? ক) ১৭৬০ খ) ১৭৮২ গ) ১৭৯১ ঘ) ১৭৯৭ ১৬. ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী কত বাঙালিকে হত্যা করে? ক) ৪০ হাজার খ) ৬০ হাজার গ) ৮০ হাজার ঘ) ১ লাখ ১৭. নানরাজকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করেন কে? ক) দেবরাজ খ) হায়দার আলী গ) বিজয় রায় ঘ) নিসার আলী ১৮. কেন্দ্রীয় শহিদ মিনারের স্থপতি কে? ক) শফিকুর রহমান খ) আব্দুল্লাহ গ) নিতুন কুন্ডু ঘ) হামিদুর রহমান ১৯. এ্যালেন গিনেসবার্গের বাড়ি কোথায়? ক) লন্ডন খ) রাশিয়া গ) ভারত ঘ) আমেরিকা ২০. ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের ফলাফল কী? ক) ভারতের স্বাধীনতা খ) বাংলাদেশের স্বাধীনতা গ) শত্রুর পরাজয় ঘ) পাকিস্তানের জয় ২১. আমরা কেন আব্দুস সালামের কথা চিরদিন মনে রাখব? ক) তার প্রতিপত্তির জন্য খ) তার রাজনৈতিক বুদ্ধিমত্তার জন্য গ) সম্পদের জন্য ঘ) তার রাজনৈতিক বুদ্ধিমত্তার জন্য ২২. সিতারা বেগম পেশায় কী ছিলেন? ক) পাইলট খ) ইঞ্জিনিয়ার গ) গৃহিনী ঘ) ডাক্তার ২৩. ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী আক্রমণ করে- র. রাজারবাগ পুলিশ ক্যাম্প রর. পিলখানা ইপিআর ক্যাম্প ররর. ঢাকা বিশ্ববিদ্যালয় নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ২৪. ২৫ মার্চ রাত বাঙালিদের ইতিহাসে কী নামে পরিচিত? ক) কালরাত খ) সাদা রাত গ) লাল রাত ঘ) নীল রাত ২৫. বিদারার যুদ্ধে ওলন্দাজরা কাদের কাছে পরাজিত হয়? ক) ফরাসি খ) পর্তুগিজ গ) ইংরেজ ঘ) দিনেমার ২৬. জাতিগতভাবে নবাব আলীবর্দী খান তোমার স্বজাতী হবেন যদি তুমি হও- ক) বাঙালী খ) তামিল গ) আফগান ঘ) তুর্কি ২৭. পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ক) লিয়াকত আলী খান খ) ইস্কান্দার আলী মির্জা গ) মুহম্মদ আলী জিন্নাহ ঘ) বেনজির ভুট্টো ২৮. ওয়ারেন হেস্টিংস কত সালে বাংলার গভর্নর নিযুক্ত হন? ক) ১৭৬০ সালে খ) ১৭৬২ সালে গ) ১৭৬৯ সালে ঘ) ১৭৭২ সালে ২৯. ১৯৫২ সালে ভাষা আন্দোলনে প্রথম শহিদ ব্যক্তি কে? ক) রফিক খ) শফিক গ) সালাম ঘ) বকত ৩০. ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? ক) ১৮৮৪ খ) ১৮৮৫ গ) ১৮৮৬ ঘ) ১৮৮৭ ৩১. ভারত কত তারিখে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে? ক) ২ ডিসেম্বর খ) ৩ ডিসেম্বর গ) ৪ ডিসেম্বর ঘ) ৬ ডিসেম্বর ৩২. সৈয়দ আহম্মদ কাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন? ক) মুন্ডারিদের খ) ইহুদিদের গ) শিখদের ঘ) সুন্নিদের ৩৩. ‘অপারেশন সার্চ লাইট’ এর মতো নীল নকশা তৈরি করা হয় কবে? ক) ১৫ মার্চ ১৯৭১ খ) ১৯ মার্চ ১৯৭১ গ) ১৭ মার্চ ১৯৭১ ঘ) ২১ মার্চ ১৯৭১ ৩৪. রবি শংকর কোথায় বাংলাদেশ কনসার্টের আয়োজন করেছিলেন? ক) নিউইয়র্কে খ) ওয়াশিংটনে গ) লস এঞ্জেলসে ঘ) হার্ডিঞ্জসে ৩৫. স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশি সৈন্যদের প্রশিক্ষণ দেয় কেন দেশ? ক) ভারত খ) পাকিস্তান গ) মায়ানমার ঘ) চীন ৩৬. উপমহাদেশে সর্বপ্রথম রেল যোগাযোগ করেন কে? ক) লর্ড ডালহৌসী খ) কর্নওয়ালিস গ) লর্ড হার্ডিক ঘ) লর্ড বেন্টিঙ্ক ৩৭. বাংলাকে রাষ্ট্রভাষা করার কার্যক্রম জোরদার হয় যেভাবে- র. কমিটি গঠনের মাধ্যমে রর. প্রচারণার মাধ্যমে ররর. সর্বস্তরের জনগণের উচ্ছাশক্তির জন্য নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৩৮. সৈয়দ আহম্মদ কাদের অনুকরণে ধর্মীয় সংস্কারের কথা প্রচার করেন? ক) খ্রিস্টানদের খ) ওয়াহাবিদের গ) মারাঠাদের ঘ) তুর্কিদের ৩৯. লর্ড রিপনের ইলবার্ট বিলের বিরুদ্ধে করা তীব্র ক্ষোভ প্রকাশ করে? ক) ফরাসিরা খ) চীনারা গ) ওলন্দাজরা ঘ) ইউরোপীয়রা ৪০. ডেইলি টেলিগ্রাফ পত্রিকার 'ট্যাংকস ক্রাশ রিজেন্ট ইন পাকিস্তান' কে লেখেন? ক) রবি শংকর খ) তারা শংকর বন্দোপাধ্যায় গ) শামল দত্ত ঘ) সাইমন ড্রিং ৪১. পাকিস্তানিরা প্রথম কিসের মাধ্যমে গণহত্যা চালায়? ক) অপারেশন কিলিং খ) অপারেশন সার্চলাইট গ) অপারেশন ট্যাংক ঘ) র‌্যাব ৪২. ২৪ মার্চ ১৯৭১ সালে হানাদার বাহিনী কোথায় অস্ত্র ও রসদ খালাস করে? ক) ঢাকায় খ) সিলেটে গ) দিনাজপুরে ঘ) চট্টগ্রামে ৪৩. আগরতলা মামলায় আসামিদের বিচারের জন্য নিযুক্ত বিচারপতি কোথাকার? ক) ঢাকার খ) পাকিস্তানের গ) নয়াদিল্লির ঘ) ব্রিটেনের ৪৪. ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন একজন- ক) ঔপন্যাসিক খ) চিত্রকর গ) ভাষাবিদ ঘ) নাট্যকর ৪৫. শিক্ষা দিবস কত তারিখে পালিত হয়ে থাকে? ক) ২০ সেপ্টেম্বর খ) ১৯ সেপ্টেম্বর গ) ১৮ সেপ্টেম্বর ঘ) ১৭ সেপ্টেম্বর ৪৬. পলাশী যুদ্ধের পর ইংরেজরা- র. এক কোঠি টাকা লাভ করে রর. নাগাপট্টমের বিশাল জমিদারি পায় ররর. ভারতবর্ষের সম্পদ ইংল্যান্ডে প্রেরণ করে নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ৪৭. মু্ক্িতবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন? ক) মেজর জিয়াউর রহমান খ) লে. কর্নেল শফিউল্লাহ গ) কর্নেল ওসমানী ঘ) কর্নেল আব্দুর রব উদ্দীপকটি পড় এবং নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও: রাশিয়ার প্রেসিডেন্ট নিকোলাই পদগোর্নি ২ এপ্রিল ১৯৭১ একখানা পত্র লিখেন। যার প্রথম অংশ এরুপ: সম্মানিত মি. প্রেসিডেন্ট, ঢাকায় আলোচনা ব্যর্থ হওয়ার পরিপ্রেক্ষিতে সামরিক প্রশাসন চরম ব্যবস্থা গ্রহণকে যথাযথ বলে মনে করেছে এবং পূর্ব পাকিস্তানের নিরস্ত্র জনগণের বিরুদ্ধে তারা সামরিক বাহিনীকে ব্যবহার করেছে, এ সংবাদে সোভিয়েত ইউনিয়ন শঙ্কিত। ৪৮. মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী গেরিলা দল কোথায় যুদ্ধ করেছে? ক) নিক্সনকে খ) ইয়াহিয়া খানকে গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘ) ইন্দিরা গান্ধীকে ৪৯. মুজিবনগরের পূর্ব নাম কি ছিল? ক) পাকিস্তানের প্রতি সহমর্মিতা খ) ভারতের প্রতি রুষ্ট মনোভাব গ) বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্নতা ঘ) পাকিস্তানকে যুদ্ধ বার্তা পাঠানো ৫০. আবু সাঈদ চৌধুরীর প্রচেষ্টায় বিশ্বের কতটি দেশ বাংলাদেশের সমস্যা নিয়ে আলোচনা করে? ক) র খ) রর ও ররর গ) রর ঘ) ররর সঠিক উত্তর: ১. (গ) ২. (ক) ৩. (খ) ৪. (খ) ৫. (ঘ) ৬. (গ) ৭. (খ) ৮. (খ) ৯. (ঘ) ১০. (গ) ১১. (ঘ) ১২. (ক) ১৩. (ক) ১৪. (খ) ১৫. (খ) ১৬. (ঘ) ১৭. (খ) ১৮. (ঘ) ১৯. (ঘ) ২০. (খ) ২১. (খ) ২২. (ঘ) ২৩. (ঘ) ২৪. (ক) ২৫. (গ) ২৬. (ঘ) ২৭. (ক) ২৮. (ঘ) ২৯. (ক) ৩০. (খ) ৩১. (ঘ) ৩২. (গ) ৩৩. (গ) ৩৪. (গ) ৩৫. (ক) ৩৬. (ক) ৩৭. (ঘ) ৩৮. (খ) ৩৯. (ঘ) ৪০. (ঘ) ৪১. (খ) ৪২. (ঘ) ৪৩. (খ) ৪৪. (গ) ৪৫. (ঘ) ৪৬. (খ) ৪৭. (গ) ৪৮. (গ) ৪৯. (ক) ৫০. (খ)
×