ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আবারও শুরু হলো ‘ক্লোজআপ কাছে আসার সাহসী গল্প’

প্রকাশিত: ০৫:২৬, ১৬ জানুয়ারি ২০১৬

আবারও শুরু হলো ‘ক্লোজআপ কাছে আসার সাহসী গল্প’

তিথিকে রুদ্র মনের কথা জানিয়েছিল চিরকুটে। প্রথম ভাললাগা, প্রথম পত্র! তিথির হাতে ধরিয়ে দেয়া চিরকুটটি পড়েছিল ধুলোয়। মেয়েটির জবাব ছিল, না, ‘আই ওনলি সি ইউ এস এ ফ্রেন্ড’ কি হলো তাহলে রুদ্র আর তিথির গল্পের? তারা কি কাছে আসল? হ্যাঁ। বার বার ব্যর্থতায়ও হার না মানা রুদ্র অনেক সাহস নিয়েই তৈরি করতে পেরেছিল তিথির সঙ্গে তার কাছে আসার গল্প। কাছে আসার গল্প গুলো এমনই সাহসী হয়। তিনটি সফল সিজন পেরিয়ে আবার শুরু হলো ‘ক্লোজআপ আসার সাহসী গল্প’ এর সিজন-৪। বিগত সময়ে ক্লোজআপ তুলে ধরেছিল সবার জীবনের সাহসী ভালবাসার গল্পগুলো। একই ধারাবাহিকতায় আগামী ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে শুরু হয়েছে ক্লোজআপ কাছে আসার সাহসী গল্প। এই আয়োজনে সবার কাছ থেকে আহ্বান করা হচ্ছে তাদের জীবনের কাছে আসার সাহসী গল্পগুলো। সবার মতো আপনিও পাঠাতে পারেন আপনার সাহসী গল্পটি ২৫ জানুয়ারি তারিখের মধ্যে এবং তা পাঠান মড়ষঢ়ড়@পষড়ংবঁঢ়নফ.পড়স-এ, অথবা আপলোড করা যাবে। এবারও দর্শকদের গল্প দিয়েই তৈরি হবে ভালবাসা দিবসের সেরা তিন নাটকের একটি! এছাড়াও সেরা ১০টি গল্পের জন্য থাকবে আকর্ষণীয় উপহার।-বিজ্ঞপ্তি
×