ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হাবীবাহ্ নাসরীনের কাব্যগ্রন্থ ‘কবিতা আমার মেয়ে’

প্রকাশিত: ০৫:২৫, ১৬ জানুয়ারি ২০১৬

হাবীবাহ্ নাসরীনের কাব্যগ্রন্থ ‘কবিতা আমার মেয়ে’

সংস্কৃতি ডেস্ক ॥ এই প্রজন্মের তরুণ কবি ও সাংবাদিক হাবীবাহ্ নাসরীনের প্রথম কাব্যগ্রন্থ ‘কবিতা আমার মেয়ে’ আগামী বইমেলায় প্রকাশ হতে যাচ্ছে। এটি কবির প্রথম গ্রন্থ। গ্রন্থটির প্রচ্ছদ করেছেন চারু পিন্টু। এটি প্রকাশ করছে দেশ পাবলিকেশন্স। বইটি পাওয়া যাবে আগামী একুশে বইমেলায়। বইয়ে মোট ৬০টি কবিতা স্থান পেয়েছে। কবিতাগুলো বেশিরভাগই আধুনিক। কবি তার রচিত অসংখ্য কবিতার মধ্য থেকে বাছাইয়ের মাধ্যমে কবিতাগুলো নির্বাচন করেছেন। বইয়ের কবিতাগুলো পাঠকদের বাড়তি আনন্দ দেবে বলে আশাবাদী কবি হাবীবাহ্ নাসরীন। কারণ তার রচিত অসংখ্য কবিতা বিভিন্ন পত্রিকায় প্রকাশ হওয়ার পাশাপাশি ফেসবুকেও কবি হিসেবে ভীষণ জনপ্রিয় হাবীবাহ নাসরীন।
×