ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চাঁদের অন্ধকার পাশে নভোযান পাঠাচ্ছে চীন

প্রকাশিত: ০৫:২২, ১৬ জানুয়ারি ২০১৬

চাঁদের অন্ধকার  পাশে নভোযান  পাঠাচ্ছে চীন

চীন প্রথমবারের মতো চাঁদের অন্ধকার পাশে নভোযান পাঠাবে। আগামী দুই বছরের মধ্যেই এ কাজটি করা হবে বলে রাষ্ট্রীয় বার্তাসংস্থা শুক্রবার জানিয়েছে। চাঁদের এক পিঠ সব সময় আলোকিত অপর পিঠ অন্ধকারাচ্ছন্ন। অন্ধকার পাশে নভোযান পাঠাতে পারলে তা মহাকাশ গবেষণার ইতিহাসে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে গণ্য হবে। খবর এএফপির। চাঁদের অন্ধকার পৃষ্ঠটি পৃথিবী থেকে দৃশ্যমান নয়। ১৯৫৯ সালে এর ছবি প্রথম তোলা হয়েছিল। তবে সেখানে কোন নভোযান পাঠানো হয়নি। চীন এখন যে নভোযানটি পাঠাচ্ছে তার নাম চ্যাং-ফোর। দেশটির চন্দ্র গবেষণা বিষয়ক প্রতিষ্ঠানের প্রধান লিউ জিঝং জানিয়েছেন একটি ল্যান্ডার ও রোভারের সাহায্যে এটি চাঁদের অপর পৃষ্ঠে নেমে কিছু অনুসন্ধানী তৎপরতা চালাবে। ২০১৩ সালে চাঁদের আলোকিত পাশে চীনের ইউতু নভোযান অবতরণ করেছিল। অর্থনৈতিক ও সামরিক শ্রেষ্ঠত্বের পথ ধরে বেজিং এখন মহাকাশ গবেষণাকেও মর্যাদার ইস্যু হিসেবে নিয়েছে।
×