ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা নয়া প্রেসিডেন্ট মোরালেসের

প্রকাশিত: ০৫:২২, ১৬ জানুয়ারি ২০১৬

দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা নয়া প্রেসিডেন্ট  মোরালেসের

গুয়াতেমালার নতুন প্রেসিডেন্ট হিসেবে বৃহস্পতিবার শপথ নিলেন সাবেক কমেডি অভিনেতা জিমি মোরালেস। তার অভিষেক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জো বাইডেন উপস্থিত ছিলেন। রাজনীতিতে পূর্ব অভিজ্ঞতা ছাড়াই গত বছর অক্টোবরে দেশটির নির্বাচনে তিনি জয়ী হন। প্রেসিডেন্ট হিসেবে অভিষেক অনুষ্ঠানে মোরালেস দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার ঘোষণা করেছেন। খবর বিবিসির। গত ৩০ বছরের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কোন কর্মকর্তা গুয়াতেমালার প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে অংশ নিলেন। শপথ অনুষ্ঠানে দেয়া দীর্ঘ বক্তব্যে মোরালেস দুর্নীতিবিরোধী আন্দোলনের প্রশংসা করে দেশটিতে ‘নবজাগরণ’ ঘটতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন। তিনি স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যয়ের অঙ্গীকার করেছেন। তিনি বলেন, আমি সবার জন্য মানসম্মত শিক্ষা চাই যা আধুনিক প্রযুক্তিক বিশ্বের জন্য আমাদের শিশুদের প্রস্তুত করে তুলবে। অবশ্য মোরালেসের বিরোধীরা সমালোচনা করে বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে কিভাবে লড়াইটা চালাবেন কিংবা গুয়াতেমালার উচ্চমাত্রার সহিংসতা, দারিদ্র্য এবং সামাজিক অসাম্য রোধে কী ব্যবস্থা নেবেন সে সম্পর্কে খুব কম ইঙ্গিত দিয়েছেন তিনি। গত বছর অক্টোবরে দ্বিতীয় দফা নির্বাচনে সরকারে অনভিজ্ঞ একজন সাবেক টেলিভিশন কমেডিয়ানের জয়ী হওয়া দেশটির অজনপ্রিয় রাজনৈতিক অভিজাত শ্রেণীর প্রতি মানুষের অনাস্থারই প্রকাশ। নির্বাচনে জয়ী হওয়ার পর মোরালেস বলেছিলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রেসিডেন্ট হিসেবে আমি গুয়াতেমালার জনগণের ম্যান্ডেট পেয়েছি। ঈশ্বর সহায়। সবাইকে ধন্যবাদ। দেশটির সাবেক প্রেসিডেন্ট পিরেজ মলিনাকে অভিসংশন করার পর সেপ্টেম্বরে তাকে গ্রেফতার করা হয়। তিনি এখন কারাগারে বিচারের অপেক্ষায়।
×