ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় নৃশংসতা ॥ তীব্র সমালোচনা বান কি মুনের

প্রকাশিত: ০৫:২১, ১৬ জানুয়ারি ২০১৬

সিরিয়ায় নৃশংসতা ॥  তীব্র সমালোচনা বান কি মুনের

জাতিসংঘের মহাসচিব বান কি মুন সিরীয় গৃহযুদ্ধে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নৃশংসতা ও অনৈতিক কর্মকা-ের জন্য লড়াইরত পক্ষগুলোর, বিশেষ করে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের কঠোর সমালোচনা করেছেন। খবর ওয়েবসাইটের। মহাসচিব বৃহস্পতিবার তার ২০১৬-এর অগ্রাধিকার বিষয়ের ওপর ব্রিফিং দেয়ার পর বলেন, অবরুদ্ধ শহর মাদায়ায় অনশনগ্রস্ত বেসামরিক লোকদের মর্মান্তিক ছবি লড়াইয়ে এক নতুন বিষাদ গ্রস্থতাকেই তুলে ধরে এবং লড়াইয়ের মধ্যে অমানবিকতার চরম পর্যায়ে পৌঁছেছে। তিনি সাংবাদিকদের বলেন, আমি স্পষ্টই বলছি, যুদ্ধাস্ত্র হিসেবে অনশনের সুযোগ গ্রহণ এক যুদ্ধাপরাধ। আমি বলব, তাদের জিম্মি করে রাখা হয়েছে। কিন্তু তাহলেও বিষয়টা আরও খারাপ। জিম্মিদেরও খাদ্য দেয়া হয়। কূটনীতিবিদরা বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সিরিয়ায় প্রায় ৪ লাখ মানুষের অবরুদ্ধার ওপর শুক্রবার ব্রিফিং দেবে। ব্রিটেন, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের অনুরোধে এ ব্রিফিং বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। কয়েক মাসের মধ্যে এই প্রথম সোমবার মাদায়া ও শিয়াদের দুটি গ্রামে ত্রাণ সরবরাহ করা হয়। সিরীয় সরকার সমর্থিত বাহিনী মাদায়া অবরোধ করে রেখেছে। অন্যদিকে, বিদ্রোহীরা অনুরোধ করে রেখেছে ইদলিব প্রদেশে দুটি গ্রাম। বৃহস্পতিবার এলাকাগুলোতে আরও ত্রাণ পাঠানো হয়েছে। মহাসচিব বলেন, সিরীয় সরকারসহ সকল পক্ষ নৃশংসতার আশ্রয় নিচ্ছে যা আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী নিষিদ্ধ। অথচ সিরীয়দের রক্ষা করার প্রাথমিক দায়িত্ব হচ্ছে সরকারের। তিনি বলেন, জাতিসংঘ দল মাদায়ায় এমন দৃশ্য দেখেছে যা নৈতিকতাকে আঘাত করে।
×