ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চারজন গ্রেফতার জাকার্তায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় নিরাপত্তা বাহিনী

প্রকাশিত: ০৫:২১, ১৬ জানুয়ারি ২০১৬

চারজন গ্রেফতার জাকার্তায় সর্বোচ্চ  সতর্ক অবস্থায় নিরাপত্তা বাহিনী

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বড় ধরনের সন্ত্রাসী হামলার ঘটনায় সন্দেহভাজন চার হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীতে সন্ত্রাসী হামলা খবর পেয়ে জাভা সফর সংক্ষিপ্ত করে রাজধানীতে ফিরে এসেছেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো। রাজধানীতে ফিরে এক বিবৃতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে ‘সন্ত্রাসী’ হামলার নিন্দা জানিয়েছেন তিনি। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বৃহস্পতিবার হামলার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীকে রাখা হয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থায়। শুক্রবার রাজধানীর সড়কে সামরিক সাঁজোয়া যানের টহল লক্ষ্য করা গেছে। ইন্দোনেশিয়ার তৎপর জঙ্গী গ্রুপ ইসলামিক স্টেটের (আইএস) গোপন শাখা সন্ধানে শুরু হয়েছে তদন্ত। বৃহস্পতিবার রাজধানীর ব্যস্ত শপিংমল ও বিদেশী কূটনৈতিক মিশন লক্ষ্য করে চালানো একাধিক বোমা ও বন্দুক হামলায় দুজন বেসামরিক লোক ছাড়াও পাঁচ হামলাকারী নিহত হয়। ইন্দোনেশিয়ার পুলিশ বৃহস্পতিবারের হামলার জন্য আইএসের দক্ষিণ এশিয়া শাখাকে দায়ী করেছে। চরমপন্থী গ্রুপটির এখন ইরাক ও সিরিয়ায় স্বঘোষিত রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। দেশ দুটির অনেকটা অঞ্চল এখন আইএসের দখলে। জাতীয় পুলিশের মুখপাত্র আনটন চার্লিয়ান শুক্রবার বলেছেন, সারাদেশে সতর্ক অবস্থা জারি করা হয়েছে। যেখানে হামলার ঝুঁকি রয়েছে যেমন থানা, সরকারী স্থাপনা, সামরিক ঘাঁটি ও দূতাবাসের মতো জায়গাগুলোতে জাতীয় পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। -এএফপি
×