ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নর্দান ভার্সিটি ও ভার্সিটি মালয়েশিয়া পারলিসের চুক্তি সই

প্রকাশিত: ০৫:১৯, ১৬ জানুয়ারি ২০১৬

নর্দান ভার্সিটি ও ভার্সিটি মালয়েশিয়া পারলিসের চুক্তি সই

শিক্ষাসহ সার্বিক গুণগতমান নিশ্চিতকরণে ‘লেটার অব ইন্টেন্ট’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। এ লক্ষ্যে নর্দান বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি মালয়েশিয়া পারলিস চুক্তি স্বাক্ষর করেছে। হোটেল রেডিসন অডিটরিয়ামে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয় টাস্ট্রের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ। ইউনিভার্সিটি মালয়েশিয়া পারলিসের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ইউনিভার্সিটি মালয়েশিয়া পারলিসের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল দাতুক এ্যামিরিটাস প্রফেসর ড. কামারুদ্দিন হোসাইন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন নর্দান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল করীম, রেজিস্ট্রার লে. কর্নেল (অব) একতেদার আহমদ সিদ্দিকী ও গবর্নেন্স এ্যান্ড পাবলিক পলিসি ডিপার্টমেন্টের হেড প্রফেসর ড. কাজী সাহাদাত কবীর। ইউনিভার্সিটি মালয়েশিয়া পারলিসর পক্ষে আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়ার পারলিস প্রদেশের ক্রাউন প্রিন্স ও ইউনিভার্সিটি মালয়েশিয়া পারলিসের চ্যান্সেলর টুয়াস্কু সৈয়দ ফয়জুদ্দিন পুত্রা ইবনে টুয়াস্কু। -বিজ্ঞপ্তি
×