ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কাল বিশ্ব এজতেমার আখেরি মোনাজাতের সময় ৭ জায়গায় যান চলাচল বন্ধ

প্রকাশিত: ০৫:১৮, ১৬ জানুয়ারি ২০১৬

কাল বিশ্ব এজতেমার আখেরি মোনাজাতের সময় ৭ জায়গায় যান চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার ॥ রবিবার বিশ^ এজতেমার আখেরি মোনাজাত উপলক্ষে সাত জায়গায় যানবাহন চলাচল বন্ধ থাকবে। কাল ভোর চারটা থেকে শুরু হয়ে মোনাজাত শেষ হওয়া পর্যন্ত এমন নিষেধাজ্ঞা বহাল থাকছে। জায়গাগুলো হচ্ছে, মহাখালী, হোটেল রেডিসন, কুড়িল বিশ^রোড, ৩শ’ ফুট রাস্তার কুড়াতলি, দিয়াবাড়ি গোল চত্বর, কামারপাড়া এবং ধউর ব্রিজ। শুক্রবার দুপুরে আব্দুল্লাহপুরে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে ডিএমপির ট্রাফিক উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার প্রবীর কুমার রায় এ তথ্য জানান। ট্রাফিকের তেজগাঁও শিল্পাঞ্চল বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোঃ আবু ইউছুফ জনকণ্ঠকে জানান, আন্তঃজেলা গাড়ির জন্য মহাখালী, বড় গাড়ির জন্য হোটেল রেডিসন এবং সকল যানবাহনের জন্য অন্যান্য ডাইভারশন। তবে বিমান যাত্রীগণ টিকেট প্রদর্শন সাপেক্ষে বিমানবন্দরে যেতে পারবেন। বিশ^ এজতেমায় কর্তব্যরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি, ফায়ার সার্ভিস এবং এ্যাম্বুলেন্স এমন নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। আখেরি মোনাজাতের দিন ভোর চারটায় ডাইভারশন শুরু হয়ে মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত চলবে। আব্দুল্লাহপুরে তেতাল্লিশ ফীট উঁচু ওয়াচ টাওয়ার নির্মাণ করে ট্রাফিক কার্যক্রম তদারকি করা হচ্ছে। প্রতিদিন তিন পালায় চব্বিশ ঘণ্টা তদারকি চলছে। পার্কিংয়ের জন্য স্থায়ী জায়গা নির্ধারণ করা হয়েছে।
×