ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পেঁয়াজের বাজারে স্বস্তি, ভোজ্যতেল লিটারে কমছে ৫ টাকা

প্রকাশিত: ০৫:১৭, ১৬ জানুয়ারি ২০১৬

পেঁয়াজের বাজারে স্বস্তি, ভোজ্যতেল লিটারে কমছে ৫ টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ উৎপাদন ও সরবরাহ বাড়ায় পেঁয়াজের বাজারে স্বস্তি বিরাজ করছে। খুচরা বাজারে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫-৩৫ টাকা। এই দাম গত এক বছরের মধ্যে সর্বনিম্ন। আজ শনিবার থেকে লিটারপ্রতি ভোজ্যতেলের দাম ৫ টাকা কমে যাচ্ছে। স্থিতিশীল রয়েছে চাল, ডাল ও আটার দাম। কেজিপ্রতি ১ টাকা বেড়েছে চিনির দাম। এছাড়া আলু ও ব্রয়লার মুরগির দাম হ্রাস পেয়েছে। বেড়েছে রসুনের দাম। শাক-সবজির দাম আরও কমেছে। শুক্রবার রাজধানীর কাওরান বাজার, মোহাম্মদপুর টাউন হল মার্কেট ও ফার্মগেট কাঁচাবাজার ঘুরে নিত্যপণ্যের দরদামের এসব তথ্য পাওয়া গেছে। পেঁয়াজের দাম কমায় ভোক্তাদের স্বস্তি সবচেয়ে বেশি। কারণ এই পণ্যটির দাম নিয়ে বছর জুড়ে সিন্ডিকেট ব্যবসায়ীদের কারসাজি ছিল। প্রতিকেজিতে ৮০-৯০ টাকা দাম দেয়ার তিক্ত অভিজ্ঞতা রয়েছে ভোক্তাদের। এখন নাগালের মধ্যে দাম। ভোক্তাদের পাশাপাশি দাম নিয়ে খুশি খুচরা বিক্রেতারাও। ফার্মগেট বাজারের খুচরা বিক্রেতা হায়দার আলী বলেন, দাম কমায় বিক্রি হচ্ছে বেশি, আর তাই মুনাফাও বেশি হচ্ছে। যখন দাম বেশি ছিল তখন বিক্রি হয়েছে কম, বাড়তি কথাও শুনতে হয়েছে। ওই বাজারে পেঁয়াজ কিনছিলেন, পূর্ব রাজাবাজারের বাসিন্দা শামসুদ্দিন আহমেদ। তিনি বলেন, দাম কমায় ১০০ টাকা দিয়ে পাঁচ কেজি পেঁয়াজ কেনা হয়েছে। এই টাকায় আগে এককেজি পাওয়া যেত। পেঁয়াজ এমন এক পণ্য যা সব ধরনের তরকারিতে প্রয়োজন হয়। সারাবছর যাতে এই পণ্যটির দাম স্থিতিশীল থাকে সেই দিকে সরকারের নজর দারি বাড়ানো প্রয়োজন। এদিকে, পেঁয়াজের আমদানিকারকরা বলছেন, এ বছর দেশীয় উৎপাদন বাড়ার পাশাপাশি ভারতেরও উৎপাদন ভাল হয়েছে। ইতোমধ্যে ভারত রফতানি মূল্য কমিয়ে দিয়েছে। তাই কমেছে আমদানিকৃত পেঁয়াজের দাম। জানা গেছে, ভোজ্যতেলের দাম আজ থেকে লিটার প্রতি ৫ টাকা কমবে। দাম কমানোর এই ঘোষণা কার্যকর দেখতে চায় ভোক্তারা। আন্তর্জাতিক বাজারে এখন ভোজ্যতেলের দাম সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। এ কারণে ভোজ্যতেলের আমদানি মূল্য কমে গেছে। কিন্তু এতদিন দাম কমানো হয়নি। এই বাস্তবতায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে বৈঠক করে ব্যবসায়ীরা দাম কমানোর ঘোষণা দিয়েছেন। টিসিবির তথ্যমতে, বর্তমান প্রতিলিটার সয়াবিন লুজ ৮৫-৮৮, বোতল পাঁচ লিটার ৪৫০-৪৮০, বোতল ১ লিটার ৯৫-১০২, পামওয়েল লুজ ৫৮-৬০ এবং পামওয়েল সুপার ৬২-৬৫ টাকায় বিক্রি হচ্ছে। এই মূল্য থেকে এখন প্রতিলিটারে ৫ টাকা কমানো হবে। এদিকে, গত সপ্তায় দেশের ২১ লাখ সরকারী কর্মকর্তা-কর্মচারী নতুন বেতন কাঠামোর দুই মাসের বকেয়া পেয়েছেন। ডিসেম্বর মাসের বেতনের সঙ্গে তাদের এই বকেয়া দেয়া হয়। আশঙ্কা ছিল, এর ফলে জিনিসপত্রের দাম কিছুটা বাড়তে পারে। কিন্তু সরকারী চাকরিজীবীরা বাড়তি টাকা পেলেও নিত্যপণ্যের বাজারে এর কোন নেতিবাচক প্রভাব পড়েনি। যদিও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগেই ঘোষণা দিয়েছিলেন, নতুন বেতন কাঠামো কার্যকরের পর দেশে কোন মূল্যস্ফীতি ঘটবে না।
×