ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কবি রফিক আজাদের মস্তিষ্কে রক্তক্ষরণ, আইসিইউতে ভর্তি

প্রকাশিত: ০৫:১৬, ১৬ জানুয়ারি ২০১৬

কবি রফিক আজাদের মস্তিষ্কে রক্তক্ষরণ, আইসিইউতে ভর্তি

স্টাফ রিপোর্টার ॥ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বরেণ্য কবি ও মুক্তিযোদ্ধা রফিক আজাদ। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে বঙ্গবন্ধু মেডিক্যাল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি। আইসিইউয়ের এক নম্বর বেডে ডা. দেবব্রত বণিকের তত্ত্বাবধানে চিকিৎসা দেয়া হচ্ছে রফিক আজাদকে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার পর ৭৪ বছর বয়সী এই কবি ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন। প্রথমে তাকে বারডেম হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে রাত আড়াইটার দিকে নেয়া হয় আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে। পরবর্তীতে শুক্রবার দুপুর দেড়টার দিকে কবিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে (বিএসএমএমইউ) স্থানান্তর করা হয়। রফিক আজাদের শ্যালিকার ছেলে দেলোয়ার হাফিজ রোমিও শুক্রবার বিকেলে এসব তথ্য জানান। রফিক আজাদ দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন। এছাড়াও তার কিডনি এবং ফুসফুসেও সমস্যা আছে। রফিক আজাদ ১৯৪১ সালের ১৪ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার গুণী গ্রামের এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন। তৃতীয় শ্রেণীতে পড়ার সময়ই ১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারি বাবামার কঠিন শাসন উপেক্ষা করে তিনি ভাষা শহীদদের স্মরণে খালি পায়ে মিছিল করেন। ‘ভাত দে হারামজাদা’সহ অসংখ্য কালজয়ী কবিতার স্রষ্টা রফিক আজাদ ১৯৮১ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ২০১৩ সালে একুশে পদক পান। এছাড়া সাহিত্যে অবদানের জন্য হুমায়ুন কবির স্মৃতি (লেখক শিবির) পুরস্কারসহ অর্জন করেছেন বেশ কিছু পুরস্কার।
×