ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অতঃপর লাশ হয়ে

ভারত থেকে স্বজনদের কাছে ফিরে এলো ভুট্টো

প্রকাশিত: ০৫:১৬, ১৬ জানুয়ারি ২০১৬

ভারত থেকে স্বজনদের কাছে  ফিরে এলো ভুট্টো

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ১৫ জানুয়ারি ॥ স্ত্রী সন্তান রেখে সদ্য বিলুপ্ত ভারতীয় ছিটমহলের জুলফিকার আলী ভুট্টো ভারতীয় নাগরিকত্ব নিয়ে সুখী ও সমৃদ্ধ জীবনের আশায় ভারতে স্থায়ীভাবে বসবাসের জন্য গিয়ে অবশেষে লাশ হয়ে পুনরায় জন্মভূমিতে ফিরেছে। এ ঘটনায় জোংড়ার ১১২ নং বাঁশকাটা সদ্য বিলুপ্ত ছিটমহলে শোকের ছায়া নেমে আসে। শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। এই প্রথম কোন ভারতীয় নাগরিকের লাশ রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের স্বজনদের কাছে ফেরত দেয়ার ঘটনা ঘটেছে, যাতে সে ভিন দেশের নাগরিক হয়েও নিজ স্বজনদের কাছে কবরে থাকতে পারে। জেলার পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ১১২ নং বাঁশকাটা সদ্য বিলুপ্ত ভারতীয় ছিটমহল যা এখন বাংলাদেশের ভূখ-। এই ছিটমহলের জুলফিকার আলী ভুট্টো গত ২৯ নবেম্বর স্ত্রী, সন্তান বাংলাদেশে রেখে একাই ভারতীয় নাগরিকত্ব নিয়ে ঐ দেশে চলে যায়। ভারতে সদ্য নাগরিকত্ব পাওয়া মানুষগুলোর জন্য সেই দেশের সরকার কলোনি স্থাপন করে বসবাস করার সুযোগ দেয়। প্রতিটি নাগরিকের জন্য দৈনিক ২৮ রুপী বাজেট দিয়েছে। এই স্বল্প বাজেটে সদ্য নাগরিকত্ব পাওয়া মানুষগুলো পড়েছে বিপাকে বলে একটি সূত্র জানায়। বাংলাদেশে স্ত্রী, কন্যা ও সন্তানদের রেখে জুলফিকার আলী ভুট্টো ভারতে গিয়ে একাকিত্ব রোগে ভোগে। কয়েকদিন ধরে শীতজনিত শ্বাসকষ্টসহ দেখা দেয় নানা শারীরিক জটিলতা। গত ১২ জানুয়ারি জুলফিকার মারা যায়। বাংলাদেশে থাকা স্ত্রী, পুত্র, দুই কন্যা ও পরিবার পরিজনের কাছে তার মৃত্যুর খবর আসে। স্বজনরা উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশের কাছে ভুট্টোর লাশ ফেরত পেতে আবেদন করে। ভারত সরকার আন্তরিকতার সঙ্গে আবেদন গ্রহণ করে। স্বজনদের কাছে লাশ ফেরত দেয়ার সকল আনুষ্ঠানিকতা শেষ করে। বৃহস্পতিবার সন্ধ্যায় বুড়িমারী ইমিগ্রেশন রুট দিয়ে জুলফিকার আলীর লাশ ফেরত দেয়।
×