ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শৈলকুপায় বন্ধুকে গলা কেটে হত্যা করল বন্ধু!

প্রকাশিত: ০৫:১৬, ১৬ জানুয়ারি ২০১৬

শৈলকুপায় বন্ধুকে গলা কেটে হত্যা করল বন্ধু!

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১৫ জানুয়ারি ॥ ‘আমি আমার বন্ধুকে হত্যা করেছি, আমাকে ফাঁসি দেন, আমাকে ফাঁসি দেন’- এভাবেই প্রলাপ বকছে বন্ধুর ঘাতক বন্ধু বাপ্পি। অবশেষে প্রায় দুই দিন নিখোঁজ থাকার পর বন্ধুর হাতে নিহত শাহিনের মৃতদেহ উদ্ধার হলো বন্ধু বাপ্পির ঘরের ভেতর থেকে। তাকে গলা কেটে হত্যা করে ঘরের ভেতর লেপ-কাঁথা দিয়ে ঢেকে রাখা হয়। দুই বন্ধুরই বয়স আনুমানিক ২৫-২৬ করে। দু’জনই প্রচেষ্টা নামে একটি সমিতির সদস্য ছিল। শুক্রবার সন্ধ্যায় এলাকাবাসী সন্দেহ করে শাহিনের বন্ধু বাপ্পিকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যাকা-ের কথা স্বীকার করে। সে সময় তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। লোমহর্ষক এ হত্যাকা-ের ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের শৈলকুপা শহরের কবিরপুরের চাতালপট্টির বাপ্পি নামে এক ব্যক্তির ঘরের ভেতরে। এ ঘটনায় পুলিশ বাপ্পিসহ ৪ ব্যক্তিকে আটক করেছে। নিহত শাহিন শৈলকুপা উপজেলার হাবিবপুর গ্রামের মোহন শেখের ছেলে। ঝিনাইদহ সহকারী পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল বলেন, নিহত শাহীন ও বাপ্পি দুই বন্ধু। তারা সব সময় একসঙ্গে ঘুরে বেড়াত। হঠাৎ করে বৃহস্পতিবার সকাল থেকে শাহিন নিখোঁজ হয়। নিখোঁজের ঘটনাটি পরিবারের লোকজন থানা পুলিশকে জানায় না। তারা নিজেরা খোঁজখবর নিতে থাকেন। একপর্যায়ে পরিবারের লোকজন বাপ্পিকে সন্দেহ করে। তারা এলাকাবাসীর সহযোগিতায় বাপ্পিকে ধরে জিজ্ঞাসা করে শাহিন কোথায়? সঙ্গে সঙ্গে সে স্বীকার করে আমি তাকে হত্যা করে ঘরের ভেতর রেখেছি। তখন এলাকাবাসী ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাপ্পিকে আটক করে। সে পুলিশের কাছে অকপটে স্বীকার করে বলতে থাকেÑ ‘আমি আমার বন্ধুকে হত্যা করেছি, আমাকে ফাঁসি দেন, আমাকে ফাঁসি দেন।’ পুলিশ ঘরের তালা খুলে দেখতে পায় শাহিনকে গলা কেটে হত্যা করে লেপ-কাঁথা দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছে। শুক্রবার সকাল থেকে বিকেলের মধ্যে যে কোন সময় তাকে গলাকেটে হত্যা করা হতে পারে। এ হত্যাকা-ের ঘটনায় বাসার মালিক (শাহিনের বন্ধু) বাপ্পিসহ ৪ জনকে আটক করা হয়েছে। কি কারণে বাপ্পি তার বন্ধুকে হত্যা করেছে সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকা-ের ঘটনা ঘটতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
×