ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইউজিসির সদস্য হলেন রাকাব চেয়ারম্যান এম শাহ নওয়াজ আলী

প্রকাশিত: ০৮:২২, ১৫ জানুয়ারি ২০১৬

ইউজিসির সদস্য হলেন রাকাব চেয়ারম্যান এম শাহ নওয়াজ আলী

স্টাফ রিপোর্টার ॥ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য হলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম শাহ নওয়াজ আলী। এছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্জারি ও অবস্ট্রেট্রিক বিভাগের অধ্যাপক আখতার হোসেন দ্বিতীয় মেয়াদে একই পদে নিয়োগ পেয়েছেন। বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। অধ্যাপক শাহ নওয়াজ ও অধ্যাপক আখতার হোসেন আগামী চার বছর সদস্য হিসেবে ইউজিসিতে দায়িত্ব পালন করবেন। অধ্যাপক হিসেবে তারা যে বেতন-ভাতা পাচ্ছেন, ইউজিসির সদস্য হিসেবেও তারা একই বেতন-ভাতা পাবেন। এর সঙ্গে কমিশনের সদস্য হিসেবে প্রচলিত বিধি অনুযায়ী বাসস্থান, চিকিৎসা ও যানবাহন সুবিধা প্রযোজ্য হবে। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান হিসেবে শাহ নওয়াজের মেয়াদ আগামী জুলাইয়ে শেষ হওয়ার কথা ছিল। ইউজিসিতে একজন চেয়ারম্যান ছাড়াও পূর্ণকালীন সদস্যের পাঁচটি পদ রয়েছে। সম্প্রতি ইউজিসির সদস্য মোহাম্মাদ মোহাব্বত খান, আবুল হাশেম এবং সৈয়দ আখতার হোসেনের মেয়াদ শেষ হয়। এছাড়া অধ্যাপক মো. ইউসুফ আলী মোল্লা ও অধ্যাপক দিল আফরোজা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। একটি সদস্যপদ এখনও ফাঁকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাজিড বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক শাহ নওয়াজ রাবির সিনেট, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিলসহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ছাড়াও এক সময় শিক্ষক সমিতির সহ-সভাপতির দায়িত্বে ছিলেন তিনি।
×