ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শান্তি আলোচনা ফের শুরু করতে সম্মত ভারত-পাকিস্তান

প্রকাশিত: ০৮:১৪, ১৫ জানুয়ারি ২০১৬

শান্তি আলোচনা ফের শুরু করতে সম্মত ভারত-পাকিস্তান

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারত ও পাকিস্তানের মধ্যে বন্ধ হয়ে যাওয়া শান্তি আলোচনা আবার শুরু করার বিষয়ে সম্মত হয়েছে দুই দেশ। পাঠানকোট হামলার পর আলোচনা প্রক্রিয়াটি পিছিয়ে যায়। ভারতের অভিযোগ, পাকিস্তানভিত্তিক সংগঠন জাইশ-ই-মোহাম্মদ ওই হামলা চালিয়েছে, যাতে সাতজন ভারতীয় সেনা আর ছয় জঙ্গী নিহত হয়। এ ঘটনার জের ধরে বুধবার জাইশ নেতা মাসুদ আজহারসহ কয়েকজন জঙ্গী সদস্যকে গ্রেফতারের কথা জানায় পাকিস্তান। ভারত জাইশা-ই-মোহাম্মদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ঘটনাকে ইতিবাচক পদক্ষেপ বলে স্বাগত জানিয়েছে। বৃহস্পতিবার ভারত জানাল, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে একটি বৈঠকের জন্য তারা প্রস্তুতি নিতে শুরু করেছে। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার কোন বৈঠক হবে না। দুই দেশের আলোচনার পর বৈঠকের জন্য নতুন একটি তারিখ নির্ধারণ করা হবে। তবে খুব তাড়াতাড়ি ‘নতুন এই তারিখ’ নির্ধারিত হবে বলে তারা আভাস দিয়েছেন। দীর্ঘদিন ধরে দুই দেশের শান্তি আলোচনায় অচলাবস্থা চলছে। গত ডিসেম্বরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হঠাৎ করে ইসলামাবাদ সফর করলে আলোচনা শুরুর সম্ভাবনা তৈরি হয়।
×