ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অভিযোগ প্রমাণিত হলে মাসুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ॥ আইজি

প্রকাশিত: ০৮:০২, ১৫ জানুয়ারি ২০১৬

অভিযোগ প্রমাণিত হলে মাসুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ॥ আইজি

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাকে মারধরের অভিযোগে প্রত্যাহার হওয়া এসআই মাসুদ শিকদারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক। এদিকে কোন পুলিশ সদস্যের ব্যক্তির দায় পুলিশ বাহিনী নেবে না। ব্যক্তিগত অপরাধের দায় ব্যক্তিকেই নিতে হবে। এ ব্যাপারে জিরো টলারেন্স দেখানো হবে বলে ঘোষণা দিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। বৃহস্পতিবার নওগাঁয় এক অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক এমন কথা বলেন। একইদিন ডিএমপি সদর দফতরে আয়োজিত মাসিক অপরাধ সভায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাকে মোহাম্মদপুর থানার এসআই মাসুদ শিকদার কর্তৃক হেনস্থা করার বিষয় প্রসঙ্গে পুলিশ সদস্যদের উদ্দেশে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া আরও বলেন, মাসুদ শিকদারের সঙ্গে ব্যাংক কর্মকর্তার ওই ঘটনায় গোটা পুলিশ বাহিনী বিব্রত হয়েছে। এ রকম দু’একজনের জন্য পুরো পুলিশ বাহিনীর দুর্নাম হয়। পুলিশ সম্পর্কে মানুষের মনে নেতিবাচক ধারণার সৃষ্টি হয়, যা কোনভাবেই কাম্য নয়। এ ঘটনায় জনগণের নিরাপত্তা চেয়ে বাংলাদেশ ব্যাংকের গবর্নর ড. আতিউর রহমান পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হককে আনুষ্ঠানিকভাবে চিঠি দেন।
×