ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কবিতা

প্রকাশিত: ০৭:০৩, ১৫ জানুয়ারি ২০১৬

কবিতা

সহজ কথন [কবি মাহমুদ কামাল স্নেহাস্পদ] মাকিদ হায়দার কথাটি সঠিক নয় যারে দেখতে নারি তার চলন বাঁকা যিনি বলেছেন, তিনি হয়তোবা জানতেন না তার নিজের চোখ দুটি ছিলো বাঁকা আমি গতকাল বাইশ পেরিয়ে পড়েছি তেইশে, গত বাইশ বছরে যাকে যতোবার দেখলাম তাদেরকে দেখে আমার একবারও মনে হয়নি কারো চলন বাঁকা আমার চোখ খোয়াতে খোয়াতে আর বন্ধ করতে করতে আজ আবার পঁচিশে দাঁড়ালাম। এবং আগে কে যেন বললো, হাঁটতে না জানলে উঠোন বাঁকা, অথচ আমি এতোকাল জানতাম চাঁদ বাঁকা। সেই আমি কোথায়ও কোন উঠোন বাঁকা দেখিনি এমনকি যারা আমার বাড়ির উঠোন দিয়ে হেঁটে গেছে অথবা পেরিয়ে আমাকে না দেখে গিয়েছে পায়ে মল বাজিয়ে। জানতাম ওরা ফিরবে না কেউ কোনদিন অথচ তারা উঠোন দিয়ে যতোবার গিয়েছে গহীনে একবারও মনে হয়নি তাদের চলন বাঁকা উঠোন পেরিয়ে যাবার সময় হয়তো বা তারা ভুলে যেতো আশাহীন এক কবি বসে থাকে উঠোনের পাহারায়। আজকাল মনে হয় উঠোনটাই বাঁকা, নয়তো মণিধারা কেন ফেরায়নি চোখ সেই আশাহীন কবির চোখের দিকে। মুগ্ধকর ফারুক মাহমুদ হতে পারে ভুল পথে..., হতে পারে ভাঙা অপযশ সঞ্চয়ে রাখি না কিছু। দু’হাতে যেটুকু থাকে ব্যয় করে ফেলি উৎসাহে উপুড় করি মন... আগুনের স্পর্শ নেই, বজ্রপোড়া বৃক্ষটির মতো ভৌতিক দাঁড়িয়ে থাকা আর কতক্ষণ! ফণার সৌন্দর্য নেই, শুধু শুধু কেন তবে ছেঁড়াখোঁড়া সাপের খোলস! সবার অভ্যাস নয় ক্লান্তিকর খাদ্য খুঁজে মরা আগুনে ঝাঁপায় কেউ। বুকে রাখে পাথরের ধস যে আমার সবচেয়ে বেশি প্রয়োজন ব্যয় করে করি তাকে শীর্ষ মূল্যবান ব্যয় করা মানে শেষ হওয়া নয় চক্ষুজলে ফুটে থাকে সময়ের গান! হারিয়ে, কুড়িয়ে যদি পুনঃ পুনঃ ব্যবহƒত হয় অন্তরে অনন্ত জাগে, বেঁচে থাকে মুগ্ধকর প্রেমের হƒদয়
×