ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্পীকারের সঙ্গে সিপিএ সেক্রেটারির সাক্ষাত

প্রকাশিত: ০৫:৩৬, ১৫ জানুয়ারি ২০১৬

স্পীকারের সঙ্গে সিপিএ সেক্রেটারির সাক্ষাত

সংসদ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বাংলাদেশে সফররত সিপিএ সেক্রেটারি জেনারেল করিমুল্লাহ হায়াত আকবর খান বৃহস্পতিবার সংসদ ভবনস্থ কার্যালয়ে সাক্ষাত করেন। সাক্ষাতকালে তারা ঢাকায় অনুষ্ঠিতব্য সিপিএ সম্মেলন সফল করার বিষয়ে পারস্পরিক মতবিনিময় করেন এবং সিপিএ সম্মেলনের কর্মসূচী নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় স্পীকার সিপিএর চলমান কর্মকা-ের খোঁজখবর নেন। পরে সিপিএ সেক্রেটারি জেনারেল সংসদ ভবনের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। সদরঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল ও আশপাশের এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ এবং ঢাকা জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম সারোয়ার আহমেদ সালেহীনের নেতৃত্বে সিমসন ঘাট থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। বিআইডব্লিউটিএর পরিচালক (ট্রাফিক) মো. শফিকুল হক সাংবাদিকদের জানান, অভিযানে ১১টি বড় শেড, নৌকা-মাঝি শ্রমিক লীগ ও নৌযান শ্রমিক ইউনিয়নের কার্যালয় গুঁড়িয়ে দেয়া হয়েছে। এসময় নৌযান শ্রমিক ইউনিয়নের সমর্থকরা প্রতিবাদ করলেও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উচ্ছেদ অভিযান চলে বিকেল পর্যন্ত। জানা গেছে, সদরঘাটের পশ্চিম দিকে নদীর তীর থেকে বাদামতলী পর্যন্ত সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
×