ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জেনারেল জ্যাকবের মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক

প্রকাশিত: ০৫:৩৫, ১৫ জানুয়ারি ২০১৬

জেনারেল জ্যাকবের মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক

জনকণ্ঠ ডেস্ক ॥ স্বাধীনতাযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, ভারতীয় জেনারেল জেএফআর জ্যাকবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি। বৃহস্পতিবার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করে বিবৃতি দেয়া হয়। তারা মুক্তিযুদ্ধে জেনারেল জ্যাকবের অতুলনীয় ভূমিকা স্মরণ করেন। বিবৃতিতে তার আত্মার চির শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। জ্যাকবের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সেক্টরস কমান্ডার্স ফোরাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), ন্যাশনাল ফ্রিডম ফাইটার্স ফাউন্ডেশন, বিশ্ব কবিতাকণ্ঠ পরিষদ, বাংলাদেশ অনলাইন এ্যাক্টিভিস্ট ফোরাম, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। শোকবার্তায় জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া বলেন, ‘৭১-এর মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ-ভারত যৌথ কমান্ডের প্রধান জ্যাকবের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মুক্তিযুদ্ধে তার অবিস্মরণীয় অবদানের জন্য বাংলাদেশ ও বাঙালী জাতি চিরদিন তাকে স্মরণ করবে। আদমজী ক্যান্টনমেন্ট কলেজের জিপিএ-৫ প্রাপ্ত ১০৫৬ শিক্ষার্থী সংবর্ধিত ঢাকা সেনানিবাসের আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে ২০১৫ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু বক্কর সিদ্দিক প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন। উল্লেখ্য, ২০১৫ সালের এইচএসসি পরীক্ষায় উক্ত কলেজের ১০৫৬ শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। পাসের হার ছিল ৯৯.৯৭। ২০১৫ সালে উক্ত কলেজ এইচএসসি পরীক্ষায় দেশের শীর্ষ স্থানীয় ফল অর্জন করে। এছাড়া একই বছর এই কলেজ একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে সাফল্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত কলেজগুলোর মধ্যে শ্রেষ্ঠ কলেজ হিসেবে নির্বাচিত হয়েছে। অনুষ্ঠানে কলেজ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জি এস এম হামিদুর রহমান, অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল তামিম আহমেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। - আইএসপিআর
×