ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিদেশ পাঠানোর আগে সর্বোচ্চ যাচাইয়ের তাগিদ সংসদীয় স্থায়ী কমিটির

নারী পাচার হচ্ছে সাংস্কৃতিক দলে নাম লিখিয়ে

প্রকাশিত: ০৫:৩৪, ১৫ জানুয়ারি ২০১৬

নারী পাচার হচ্ছে সাংস্কৃতিক দলে নাম লিখিয়ে

সংসদ রিপোর্টার ॥ বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া সাংস্কৃতিক প্রতিনিধি দলের মাধ্যমে নারী পাচারের ঘটনা ঘটছে। টাকার বিনিময়ে সাংস্কৃতিক দলে তাদের অন্তর্ভুক্ত করা হয়। পরে যৌনকর্মী হিসেবে ওই নারীদের বিক্রি করে দেয়া হয়। তাই সাংস্কৃতিক দলের হয়ে এভাবে নারী পাচারের ভয়াবহ ঘটনারোধে দলগুলোকে বিদেশে পাঠানোর আগে সর্বোচ্চ যাচাই করতে বলেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি নূরুল মজিদ মাহমুদ হূমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটি সদস্য হুইপ মোঃ শাহাব উদ্দিন, মোঃ ইসরাফিল আলম, মাহফুজুর রহমান ও মোঃ আয়েন উদ্দিন এবং সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমিটির পক্ষ থেকে পাচার রোধে দ্রুত পদক্ষেপ নেয়ার সুপারিশ করা হয়েছে। কমিটি সূত্রে জানা গেছে, বৈঠকে সাংস্কৃতিক প্রতিনিধি দলের হয়ে বিদেশে যাওয়া নারীদের পাচার করার অভিযোগ উত্থাপন করেন কমিটির সদস্য মোঃ ইসরাফিল আলম। পরে তিনি সাংবাদিকদের বলেন, মালয়েশিয়া, দুবাইসহ বিভিন্ন দেশে সাংস্কৃতিক দল ও ভিজিট ভিসায় নারীদের নিয়ে পাচারের কয়েকটি ঘটনা ঘটেছে। পাচার হওয়া নারীরা পরে সেখানকার মানবাধিকার সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগের পর বিষয়টি সামনে এসেছে। তদন্তে দেখা গেছে, টাকার বিনিময়ে সাংস্কৃতিক টিমে অনেককে অন্তর্ভুক্ত করা হয়। পরে বিদেশে নিয়ে যৌনকর্মী হিসেবে বিক্রি করা হয়। তিনি আরও বলেন, ভিজিট ভিসা নিয়েও একই ধরনের ঘটনা ঘটেছে। এজন্য সাংস্কৃতিক দল পাঠানোর আগে সর্বোচ্চ যাচাই-বাছাই করে পাঠানোর জন্য বলা হয়েছে। এ কাজে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করার জন্যও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে বলা হয়েছে। বৈঠকে বিদেশে যে সব কর্মী প্রেরণ করা হবে তাদের ইন্সুরেন্সের আওতায় আনা, ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের মাধ্যমে প্রবাসী কর্মীর সন্তানদের শিক্ষার জন্য সহায়তা এবং সাংস্কৃতিক টিমের মাধ্যমে ও ভিজিট ভিসায় বিদেশে মহিলাদের পাচার বন্ধে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে। এছাড়া ব্যুরো অব ম্যানপাওয়ার, এ্যাপ্লয়মেন্ট এ্যান্ড ট্রেনিংয়ের (বিএমইটি) নিয়ন্ত্রণাধীন টিটিসি সেন্টারের মাধ্যমে যে সকল শ্রমিকদের প্রশিক্ষণ দেয়া হয় তাদের প্রণোদনা ও সহায়তার পরিমাণ বৃদ্ধির জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। বৈঠকে জানানো হয়, বোয়েসেলের মাধ্যমে বহির্বিশ্বে ১৯৮৩-১৯৮৪ থেকে ২০১৪-২০১৫ পর্যন্ত ৫৩ হাজার ৯৫৫ কর্মী পাঠানো হয়েছে। বর্তমানে বোয়েসেলের মাধ্যমে ওমান ও মালদ্বীপে ডাক্তার এবং বাহরাইনে স্বল্পদক্ষ শ্রমিক পাঠানো হচ্ছে। বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা শেষে মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য জিটুজি প্লাস পদ্ধতির আওতায় সমঝোতা স্মারক স্বাক্ষর করে যত দ্রুত সম্ভব মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়।
×